ওয়াশিংটন: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের তীব্র নিন্দা করলেন আমেরিকার কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খন্না (Indian-American Congressman Ro Khanna)। একইসঙ্গে ডেমোক্র্যাট শিবিরের এই নেতা রাহুল গান্ধীকে নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)।
শুক্রবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) লোকসভার সদস্যপদ (Member of Lok Sabha) খারিজের পর টুইটারে আমেরিকার কংগ্রেসের সদস্য রো খন্না লেখেন, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ গান্ধীবাদী দর্শন ও ভারতীয় মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা (Betrayal of Gandhian Philosophy and India’s Deepest Values)। সেই দর্শন এবং মূল্যবোধের জন্য আমার দাদু বছরের পর বছর জেল খেটেছিলেন। ভারতীয় গণতন্ত্রের স্বার্থে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনার আছে।
আরও পড়ুন: Rahul Gandhi | রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ
প্রসঙ্গত, আমেরিকার কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খন্নার দাদু অমরনাথ বিদ্যালঙ্কার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পরবর্তী সময়ে তিনি পঞ্জাব সরকারের মন্ত্রী এবং লোকসভার সাংসদও হন। ক্যালিফোর্নিয়া থেকে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভস হিসেবে নির্বাচিত খন্না ভারতীয় বংশোদ্ভূত সমাজের অন্যতম জনপ্রিয় নেতা।
The expulsion of Rahul Gandhi from parliament is a deep betrayal of Gandhian philosophy and India’s deepest values. This is not what my grandfather sacrificed years in jail for. @narendramodi you have the power to reverse this decision for the the sake of Indian democracy. https://t.co/h85qlYMn1J
— Ro Khanna (@RoKhanna) March 24, 2023
রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দোষী সাব্যস্ত করার ঘটনায় শুক্রবার উত্তাল হয়ে ওঠে লোকসভা। ওইদিন সকালে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ লোকসভায় (Lok Sabha) হাজির হন। কংগ্রেস সদস্যরা তেড়েফুঁড়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা রাহুল গান্ধীকে কথা বলার সুযোগ দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণের মধ্যেই লোকসভা দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। পরবর্তী সভা বসবে আগামী ২৭ মার্চ।
রাহুল গান্ধীর ইস্যুকে কেন্দ্র করে শুধুমাত্র সংসদই নয়, গোটা দিল্লি ক্ষোভে ফুঁসছে। সে কারণে কংগ্রেসের সদর দফতর আকবর রোড সহ অনেক জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিরোধীরা এদিন মিছিল করে বিজয়চকের উদ্দেশে যাত্রা করেন। সূত্রে জানা গিয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও কথা বলার জন্য সময় চেয়েছেন।
২০১৯ সালের লোকসভা ভোটের সময় কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, সব চোরেদের পদবি মোদি হয় কেন? আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় পলাতক নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনে এই কটাক্ষ করেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে অবমাননার অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাতের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হলেন রাহুল।