কলকাতা: ফের বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের (Former Governor Satyapal Malik)। তাঁর অভিযোগ, ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ট্রাক বোঝাই করে টাকা নিয়ে গিয়েছিল বিজেপি (BJP)। কিন্তু কিছুই করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসে প্রচার চালিয়েই বিজেপিকে হারিয়ে দিয়েছেন। তিনি সুস্থ থাকলে বিজেপির হাল আরও খারাপ হত। পাশাপাশি সত্যপাল জানান, আগামী লোকসভা ভোটে তিনি বিজেপির বিরুদ্ধে প্রচার করবেন। মমতা ডাকলে এ রাজ্যেও প্রচার করতে রাজি আছেন তিনি। একই সঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেককে সিবিআই তলবেরও সমালোচনা করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক।
পুলওয়ামা-কাণ্ড নিয়ে মুখ খোলার পর থেকেই সত্যপালের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্ব তৈরি হয়। তাঁর অভিযোগ ছিল, পুলওয়ামার ঘটনা সাজানো। তা নিয়ে প্রধানমন্ত্রী তাঁকে মুখ খুলতে বারণ করে দিয়েছিলেন। তারপর থেকে বিভিন্ন সময়ে সাংবাদিকদের কাছে সত্যপাল বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ শানিয়ে চলেছেন। তা নিয়ে বিজেপি বেশ অস্বস্তিতেও পড়েছে।
একটি বাংলা সংবাদপত্রে ইন্টারভিউ দিতে গিয়ে শুক্রবার সত্যপাল ফের আক্রমণ করেন তাঁর পুরনো দল বিজেপিকে। সেই ইন্টারভিউতে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন। বিরোধী নেতাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করার প্রসঙ্গও উঠে এসেছে তাঁর কথায়। তিনি বলেন, তৃণমূলকে ব্যতিবস্ত করতেই বারবার ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বারবার বঙ্গে হানা দিচ্ছে। প্রসঙ্গত, শনিবারই শিক্ষার নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেককে তলব করেছে সিবিআই। নিজাম প্যালেসে বেলা ১১টা থেকে জিজ্ঞাসাবাদ চলে অভিষেককে। বেলা চারটেতেও সেই জিজ্ঞাসাবাদ অব্যাহত ছিল।
সত্যপাল বলেন, আগামী লোকসভা নির্বাচনে মমতাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। তিনিই সব বিরোধী দলকে জোটবদ্ধ করার ক্ষমতা রাখেন। তৃণমূল নেত্রী লোকসভা ভোটে একের বিরুদ্ধে একের লড়াই করার যে প্রস্তাব দিয়েছেন, তা সকলের মেনে চলা উচিত বলেও মনে করেন সত্যপাল। কর্নাটকের ভোটে কংগ্রেসের জয়ের পরে মমতা আবারও একের বিরুদ্ধে একের লড়াই করার কথা বলেন। তাঁর আরও প্রস্তাব, যে রাজ্যে যে দল শক্তিশালী, সেখানে সেই দলকে এগিয়ে রাখা হোক। তাঁর এই প্রস্তাব কংগ্রেস এবং অন্যান্য দল কতটা মানবে, তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে।
ওই ইন্টারভিউতে সত্যপাল দাবি করেন, লোকসভা ভোটে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। তিনি বলেন, অমিত শাহ বুক বাজিয়ে ২০২১ সালে দাবি করেছিলেন, দুশোর বেশি আসন পাবে বিজেপি। কিন্তু তারা বাংলার ভোটে তিন অঙ্কেও পৌঁছতে পারেনি। তাঁর অভিযোগ, ট্রাকে ভরে টাকা নিয়ে এসেছিল বিজেপি। কিন্তু কিছুই করতে পারেনি তারা।
সত্যপাল জানান, আগামিদিনে তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না। তবে কোনও দল চাইলে তাদের হয়ে প্রচার চালাবেন।