নয়াদিল্লি ও ইম্ফল: এক পুলিশ কর্মীসহ পাঁচজনের মৃত্যুর পর অশান্ত মণিপুরে আজ সন্ধ্যায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবারের ওই ঘটনার পর আজ, সোমবার রাজ্যের পরিস্থিতি বেশ থমথমে। সেনা ও আধা সামরিক বাহিনী উপত্যকা জুড়ে টহল দিচ্ছে। এর মধ্যেই আজ চারদিনের মণিপুর সফরে আসছেন শাহ। সেখানে তিনি সব গোষ্ঠীর সঙ্গে হিংসা ঠেকাতে আলোচনা করবেন।
এ প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এদিন বলেন, রাজ্যে হিংসা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মণিপুরের ঘটনাবলি নিয়ে আগামিকাল, মঙ্গলবার মল্লিকার্জুন খাড়্গেসহ কংগ্রেসের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার আবেদন না করায় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন রমেশ।
আরও পড়ুন: UPI Transaction | ইউপিআই পেমেন্টের সময় ভুল নম্বরে টাকা চলে গিয়েছে, কীভাবে ফেরত পাবেন জেনে নিন
জয়রাম বলেন, মণিপুরে আগুন জ্বলার ২৫ দিন পর যখন পরিস্থিতি খারাপ থেকে ভয়ঙ্কর হয়ে এল, তখন অমিত শাহের সময় হল রাজ্যে যাওয়ার। রাজ্যে ৩৫৫ ধারা জারি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সবচেয়ে দুঃখের বিষয় এই যে, এর মধ্যেই প্রধানমন্ত্রী নিজের রাজ্যাভিষেক নিয়ে মগ্ন হয়ে রয়েছেন। একবারের জন্যও মণিপুরের মানুষ শান্ত-সংযত থাকতে বললেন না। প্রসঙ্গত, মণিপুরের পরিস্থিতি আরও খারাপের দিকে গড়াতে পারে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কুকিদের জঙ্গি বলে আখ্যা দেওয়ায়।
এদিকে, রাজ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শাহের সঙ্গে আলোচনায় শান্তি ফিরবে বলে আশাবাদী ইউনাইটেড পিপলস ফ্রন্ট এবং কুকি ন্যাশনাল অর্গানাইজেশন। মণিপুরে কুকি জো সম্প্রদায়ের কল্যাণে এরা কাজ করে থাকে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের দিকে তারা তাকিয়ে আছে।
সূত্রে জানা গিয়েছে, ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত মণিপুরে থাকবেন অমিত শাহ। স্থানীয় ও রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে দফায় দফায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন শাহ। এছাড়াও যুযুধান মেইতি ও কুকিদের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গেও শান্তি বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।