কলকাতা: সন্দেশখালি গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanata Majumdar)। গাড়ির বনেট থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান তিনি। এই মুহূর্তে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। শুক্রবার বিকেলে তাঁকে দেখতে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বলা বাহুল্য, প্রাক্তন ভারত অধিনায়কের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সৌরভের বিজেপি-যোগের জল্পনা অতীতে একাধিকবার উঠেছে। এমনকী বিজেপির প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও কল্পনা করা হয়েছিল তাঁকে। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে স্পেন সফরে যাওয়া নিয়েও কথা উঠেছে। তবে মহারাজ বরাবর প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে থেকেছেন।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেও পরীক্ষা বাতিল ৩ জনের
এদিন সুকান্তকে দেখতে যাওয়া নিয়েও ইতিউতি কথাবার্তা শোনা যাচ্ছে। তবে এই হাসপাতালেই গত ১৭ দিন ভর্তি রয়েছেন সৌরভের মা। কলকাতায় থাকলে রোজই তাঁকে দেখতে আসেন। সেই ‘রুটিন’ ভিজিটেই একসঙ্গে বিজেপির রাজ্য সভাপতিকে দেখে গেলেন সৌরভ, বলছে আর এক সূত্র। কিছুদিন আগে এই হাসপাতালেই ভর্তি ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর সঙ্গেও দেখা করতে আসেন সৌরভ।
তবে মা-কে দেখতে এসেছেন বলেই সুকান্তর সঙ্গে দেখা করেছেন সৌরভ, বিজেপি কিন্তু এই তত্ত্ব মানতে রাজি নয়। তাদের দাবি, সুকান্ত অসুস্থ হওয়ার খবর শুনেই খোঁজ নিয়েছিলেন ‘দাদা’। তাঁর মা এই হাসপাতালে ভর্তি না থাকলেও তিনি আসতেন। বিজেপি সূত্রের দাবি, সুকান্তর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়েছে সৌরভের।
দেখুন অন্য খবর: