কলকাতা: গোষ্ঠীদ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে পশ্চিম মেদিনীপুরের সব নেতাকে কাঁধে কাঁধ মিলিয়ে লোকসভা ভোটের (Loksava Vote) কাজে নেমে পড়ার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কালীঘাটে (Kalighat) মমতা পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি অজিত মাইতি এবং সুজয় হাজরাকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন। জেলার বিধায়ক শঙ্কর দলুইকে সাংসদদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে বলা হয়েছে। আর এক বিধায়ক জুন মালিয়ার সঙ্গে কথা বলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে জেলা সভাপতি সুজয় হাজরাকে। নেতাদের তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। নেত্রী বলেন, দেব আমাদের দলের সম্পদ।
এদিনের বৈঠক পশ্চিম মেদিনীপুরের সব স্তরের নেতাই হাজির ছিলেন। ছিলেন ঘাটালের সাংসদ দেব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সি প্রমুখ। এর আগেও জেলার প্রশাসনিক বৈঠকে মমতা সুজয় হাজরাকে কড়া ধমক দিয়ে বলেছিলেন, একসঙ্গে কাজ করতে না পারলে তোমাকে সরিয়ে দেব। জুনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। জুন খুব ভালো মেয়ে।
আরও পড়ুন: প্রকাশ্যে সমকামি ঘোষণা করা গ্যাব্রিয়েল আত্তাল ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন
বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন জেলার মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি দাবি করেন, এই জেলায় তৃণমূলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তিনি জানান, বৈঠকে নেত্রীর নির্দেশ, কারও কোনও ক্ষোভ থাকলে দলের মধ্যে আলোচনা করতে হবে। বাইরে কোনও কথা বলা চলবে না। তিনি জানান, কেশিয়াড়ির ব্লক সভাপতি বদল হতে পারে। অজিত মাইতি এবং সুজয় হাজরাকে একসঙ্গে কাজ করতে বলা হয়েছে। মানস বলেন, নেত্রীর সময় পেলেই আমরা প্রচারের দিনক্ষণ ঠিক করব। প্রবীণ এই মন্ত্রী বলেন, লোকসভা ভোটে মমতার নেতৃত্বে এবং অভিষেকের সেনাপতিত্বে আমাদের লড়াই হবে।
আরও খবর দেখুন