কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukant Majumder) জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করল তৃণমূল। সোমবার ব্যারাকপুরে আইনশৃঙ্খলা (Law and order in Barrackpore) পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনারকে বিজেপির ডেপুটেশন দেওয়াকে ঘিরে ধুন্ধুমার ঘটে। বিজেপির বিক্ষোভের নেতৃত্ব দেন সুকান্ত। বিজেপি সমর্থকরা ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সঙ্গে গোলমাল হয়। দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ চলে। পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে, জলকামান ব্যবহার করে। তাতে অনেকে জখম হন বলে দাবি সুকান্তর। শনিবার হাওড়া ময়দান এবং উদয়নারায়ণপুর থানার সামনেও বিজেপির কর্মসূচি ঘিরে তুলকালাম হয়। ওই দুই জায়গাতেও হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি।
আরও পড়ুন: রাজ্যসভার ভোট ২৭ ফেব্রয়ারি, বাংলার শূন্য ৫ আসনে প্রার্থী কারা
এদিন ব্যারাকপুরের ঘটনা নিয়ে শাসকদলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, পুলিশ বাধা দেবে, এটাই তো স্বাভাবিক। বাম আমল হলে পুলিশ গুলি চালাত। পুলিশ ঠিক কাজ করেছে। শীতের দুপুরে স্নান করিয়েছে। তিনি অভিযোগ করেন, বিজেপির বিক্ষোভ থেকে পুলিশকে আক্রমণ করা হয়েছে। বিশৃঙ্খল জনতাকে সরানোর জন্য যা করার দরকার, তাই করেছে পুলিশ। শীতলকুচিতে কী করেছিল কেন্দ্রীয় বাহিনী? কুণাল বলেন, প্রচার পাওয়ার জন্য বিজেপি বোমার প্রচার করেছিল। পরে দেখা যায়, সেটা বোমা নয়, সুতলির গোলা। দুদিন পর মাধ্যমিক পরীক্ষা। মাইক বাজিয়ে বিজেপি ঝামেলা পাকাচ্ছে। শনিবারও হাওড়ায় ঝামেলা করেছে বিজেপি।
আরও অন্য খবর দেখুন