কলকাতা: ফের মেট্রোতে (Kolkata Metro) আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আচমকাই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে পড়েন এক মহিলা। যার ফলে দীর্ঘক্ষণ ব্যাহত মেট্রো পরিষেবা। ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় যতীন দাস পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচলও। পরে আংশিক মেট্রো চলাচল শুরু হলেও যতীন দাস পার্ক থেকে মহানায়ক উত্তমকুমার ও যতীন দাস পার্ক থেকে ময়দান পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল দীর্ঘক্ষণ। ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছিল। ৬টা ৪২ মিনিটে আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: মোদির গুণকীর্তনের নাটক অভিনয়ের ‘ফতোয়া’ কেন্দ্রের! অভিযোগ শিক্ষামন্ত্রীর
মেট্রো রেল সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় ৬টা ৯ মিনিটে যতীন দাস পার্ক স্টেশন থেকে মেট্রো লাইনে ঝাঁপ দেন এক মহিলা। কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। আরপিএফ জানিয়েছে, ওই মহিলা বেঁচে রয়েছেন। ট্রেনের সামনেই লাইনের উপরেই পড়েছিলেন তিনি। মহিলা ঝাঁপ দেওয়ায় চালক ব্রেক কষেন। চালকের তৎপরতায় তাঁর প্রাণ বেঁচে যায়। তাঁকে উদ্ধার করে স্ট্রোচারে করে নিয়ে গিয়েছে। সন্ধ্যায় অফিস (Office Time) থেকে ফেরার পথে এই ঘনার জেরে যাত্রীদের নাজেহাল হতে হয়।
অন্য খবর দেখুন