কলকাতা: বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) স্বামীর ও আইনজীবী প্রতাপচন্দ্র দে-র (Pratap Chandra Dey) কণ্ঠস্বরের নমুনা নিতে চায় সিআইডি। কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার করেন প্রতাপচন্দ্র। পাল্টা কোর্টের দ্বারস্থ হন প্রতাপচন্দ্র। মঙ্গলবার এই মামলার শুনাতিতে বিধাননগের এসিজেএম সিআইডির আবেদন খারিজ করে দেন।
সিআইডি সূত্রের খবর, জমি মামলায় বেশ অডিও হাতে এসেছে তাদের। মনে করা হচ্ছে, ওই অডিওর কণ্ঠস্বর আইজীবীর বলেই দাবি সিআইডির। তাই তদন্তের স্বার্থে গলার স্বরের নমুনা নেওয়া জরুরী। কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতে নারাজ আইনজীবী। এদিন এসিজেএম মামলার শুনানিতে জানান, আইনজীবী প্রতাপচন্দ্র দে যখন কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার করছেন তখন তাঁকে জোর করা যাবে না।
আরও পড়ুন: অনমতি না নিয়ে বিধবার বাড়ি বিক্রি, অভিযুক্ত পরিবারের সদস্যরা
সম্প্রতি একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দেকে সিআইডি তলব করেছিল। যে মামলার সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল প্রতাপচন্দ্র দে–কে। সেই জিজ্ঞাসাবাদে বিচারপতি স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য সিআইডি চাপ দিয়েছে বলে অভিযোগ করেন প্রতাপচন্দ্র দে। তাঁর যাবতীয় অভিযোগ খারিজ করে দেয় সিআইডি। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, প্রতাপকে কোনও রকম মানসিক হেনস্থা করা হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদের অডিও এবং ভিডিয়ো রেকর্ড করা আছে বলেও জানিয়েছে তদন্তকারী সংস্থা।
আরও অন্য খবর দেখুন