কলকাতা: কী হবে জোটের (Alliance) ভবিষ্যৎ? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জোট নিয়ে ইতিমধ্যে তৃণমূলকে আক্রমণ করেছেন। এবার কংগ্রেসকে আক্রমণ করলেন তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেস আন্তরিক নয় বলে আক্রমণ শানাল তৃণমূল। ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেনের মন্তব্য, ইন্ডিয়া জোট গঠন নিয়ে ইতিমধ্যেই সমগ্র দেশে চারটি বৈঠক হয়ে গিয়েছে পাটনা, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বইতে। চারটি বৈঠক হয়ে গেলেও এই জোটের সব থেকে বড় শরিক কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকতার অভাব বারবার ফুটে উঠছে। জোটের অন্যতম শরিক হিসাবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ৩১ ডিসেম্বরের মধ্যে সিট শেয়ারিং এর বিষয়টি চূড়ান্ত করার বিষয় পরামর্শ দিয়েছিলেন। অথচ ডিসেম্বর মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত কংগ্রেস বা অন্যান্য জোটে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এই বিষয়টি চূড়ান্ত করা হয়নি। ফলে জোটের বিষয়টির গতি যথেষ্ট মন্থর হয়ে গিয়েছে। এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেস। জোট গঠনে জোট শরিক হলেও এই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব সিপিআইএমের সঙ্গে হাত মিলিয়ে আখেরে বিজেপির বিরুদ্ধে একমাত্র শক্তিধর তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে তোলার কাজে নেমেছে।
এদিকে, এদিনই বাংলায় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দয়া দাক্ষিণ্য নিয়ে লোকসভায় (Lok Sabha Election 2024) লড়তে চায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বৃহস্পতিবার বহরমপুরে অধীর অভিযোগ করেন, তৃণমূল নেত্রীই জোট চান না। জোট না হলে সবচেয়ে খুশি হবেন নরেন্দ্র মোদি ( Narendra Modi)। তাই তিনি জোট চান না। এর আগেও তিনি বলেছিলেন, তৃণমূল নেত্রীকে যে কাজ দিয়ে পাঠানো হয়েছে, তাতে জোট (INDIA Allaince) হলে অসুবিধা আছে বিজেপির। তাই বিজেপি জোট চায় না, মমতাও চান না। এদিন অধীর বলেন, মমতা আজ যা করছেন, তা নরেন্দ্র মোদির সেবার জন্য। জোটের (INDIA Allaince) জন্য কে ওঁর কাছে ভিক্ষা চাইছে। বাংলায় আমাদের যে সহযোগী পার্টিগুলি আছে, তারাও তৃণমূলের সঙ্গে জোট চায় না।
আরও পড়ুন: পুলিশের গাড়িতে মালবাহী গাড়ির ধাক্কা, মৃত্যু দুই পুলিশকর্মীর
আরও খবর দেখুন