কলকাতা: আর্থিক প্রতারণা মামলায় সেবির (Sebi) কাছে রিপোর্ট (Report) তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের। বহু কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুই মেদিনীপুরের বাসিন্দাদের। সুরাহা মেলেনি জেলাশাসক ও পুলিশ সুপারের দফতর থেকে।
পূর্ব মেদিনীপুরের এগরায় কৃষক বন্ধু প্লান্টেশন কোম্পানি লিমিটেড ২০০০ সাল থেকে অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন জায়গায় অফিস খোলে। ২০০৫ সাল পর্যন্ত চলে আমানত সংগ্রহ। প্রতিশ্রুতি ছিল আট বছরের মধ্যে টাকা ডবল হবে। কিন্তু, ২০০৫ সালের পর থেকে শাখাগুলি বন্ধ হতে থাকে। এগরায় মূল অফিস খোলা থাকলেও আমানতকারীদের চাপে ২০২৩ সালে তাও বন্ধ হয়। কোম্পানি বন্ধ হলেও তার সম্পত্তি ও জমি বিক্রি করে সংস্থার এমডি অর্থ আত্মসাৎ করেছেন বলে আমানতকারীদের অভিযোগ।
আরও পড়ুন: সন্দেশখালিতে শিশু নিগ্রহের অভিযোগে রিপোর্ট তলব জাতীয় শিশু অধিকার কমিশনের
ক্ষতিগ্রস্তদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা। মামলা স্থানান্তরিত বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে।
কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর কীভাবে পরিচালন মন্ডলীর সদস্য কোম্পানির নামে থাকা জমি বিক্রি করেন? প্রশাসনকে বারবার জানিয়ে সুরাহা হয়নি। এই অবস্থায় সেবি এই বিষয়টি তদন্ত করার উপযুক্ত। তাই সেবিকেই তদন্তের দায়িত্ব দেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের আইনজীবী আশীষ কুমার চৌধুরীর।
সেবিকে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আদালতে রিপোর্ট পেশ করার নির্দেশ বিচারপতির জয়মাল্য বাগচী ও বিচারপতি পার্থসারথি সেনগুপ্তের ডিভিশন বেঞ্চের।
আরও খবর দেখুন