কলকাতা: শীতের আমেজ থাকলেও পৌষ মাসেও জাঁকিয়ে শীত এখনও নেই বঙ্গে। ভোরবেলা বা সন্ধ্যায় হালকা শীত শীত অনুভব হলেও অন্যান্য বারের তুলনায় কলকাতার তাপমাত্রা এবার অনেকটাই বেশি। গত কাল কলকাতার সর্বনিম্ন (Kolkata Temperature) তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রার পারদ বাড়ল বেশ খানিকটা।
আজ তিলোত্তমার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রোদ থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে মকর সংক্রান্তির আগে শীতের হাওয়া গায়ে লাগতে পারে বঙ্গবাসীর। ১০ তারিখের পর তাপমাত্রা অনেকটাই কমতে পারে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে।
আরও পড়ুন: ইডি যাঁর খোঁজে গিয়েছিল সন্দেশখালি তাঁর হাজিরা দেওয়া উচিত বললেন বিচারপতি
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫ দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ একটা পরিবর্তন হবে না। কলকাতায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে (Weather Update)। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তযে ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। আজ বীরভূম, মুর্শিদাবাদ ও মালদা জেলায় সারাদিনে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদিয়ায়।
আরও খবর দেখুন