কলকাতা টিভি ওয়েবডেস্ক: দ্রাবিড়-রোহিত জুটির শুরুটা ভালই হল| টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরই দ্রাবিড়ের কাঁধে ওঠে দায়িত্ব| নতুন অধিনায়ক রোহিত শর্মা| ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ| একম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া| ইডেন গার্ডেন্সে দ্রাবিড়ের ভারতের সামনে এখন দুটো লক্ষ্য| হোয়াইট ওয়াশ ও দলের শক্তি পরীক্ষা|
কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রাবিড়ের মুখে একটা কথা বারবার শোনা গিয়েছিল| সিরিজ খেলা এবং দল গঠন দুটোই চলবে সমানে সমানে| আর এই কথা মেনে চললে ইডেন গার্ডেন্সে যে দল গঠনের শক্তিপরীক্ষা চলবে, তা বেশ স্পষ্ট|
রাঁচিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া| পরপর দু ম্যাচে সিরাজের চোট বাদ দিলে দলে তেমন পরিবর্তনও লক্ষ্য করা যায়নি| হয়ত উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি তারা|
কিন্তু সিরিজ জিতে এখন অনেকটাই স্বস্তি ভারতীয় শিবিরে| ইডেনে নামার আগে চাপও কম| তাই এই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলের রিজার্ভ বেঞ্চের শক্তিই হয়ত পরীক্ষা করে দেখে নিতে চাইবেন রাহুল দ্রাবিড়|
স্কোয়াডে থাকলেও ইশান কিশান, আভেশ খান, যুযবেন্দ্র চাহালেরা এখনও পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি| তাই ইডেন ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে হয়ত কয়েকটা পরিবর্তন দেখা যেতেই পারে| ২০২২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে অস্ট্রেলিয়ায়|
হাতে সময় রয়েছে ঠিকই, তাই এখন থেকেই পরীক্ষা নীরিক্ষা করে সঠিক দল বেছে নিতে চাইবেন রাহুল দ্রাবিড়| ইডেন গার্ডেন্স থেকেই যদি তার শুরুটা হয়, অবাক হওয়ার কিছুই থাকবে না|