কলকাতা টিভি ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডর কাছে ৮ উইকেটে হার| টি টোয়ন্টি বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ভারতের| নানান হিসাব নিকাশ চললেও, আশা যে একেবারেই নেই তা একপ্রকার স্পষ্ট| ভারতের হারের কারণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া| এবার বিরাটদের ব্যর্থতার প্রধান কারণ দেখালেন সচিন তেন্ডুলকর| তাঁর মতে কখনও কখনও এমন একটা দিন আসে যেদিন কিছুই করার থাকে না|
টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াই ছিল বিরাট কোহলিদের সামনে| আর সই ম্যাচেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ| শার্দূল ঠাকুরকে নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আটজন ব্যাটসম্যান নিয়ে ম্যাচে নেমেছিল ভারত| কিন্তু ব্যর্থতা এড়াতে পারেননি বিরাট কোহলিরা| ইতিমধ্যেই ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাওস্কর| যদিও সচিনের গলায় খানিকটা ভিন্ন সুর| নিউজিল্যান্ডের ফিল্ডিং স্ট্র্যাটেজি এবং ভারতীয় ব্যাটসম্যানদের সঠিক শর্ট রান নিতে না পারাকেই হারের মূখ্য কারণ হিসাবে দেখছেন সচিন|
তিনি জানান, ‘প্রথম থেকেই কিউই বোলাররা যে চাপটা দেওয়া শুরু করেছিল, তাতে ভারতীয় ব্যাটাররা শর্টরানটাই ঠিকভাবে নিতে পারেননি| যারফলে চাপ বাড়তে থাকে আর বড় শট নিতে গিয়ে ভুল করে ফেলেন ব্যাটাররা| কিউই বোলারদের মতো সেই ঝাঁঝ দেখা যায়নি ভারতীয় বোলারদের থেকে’|
এছাড়া সচিনের মতে ম্যাচের আরকটা টার্নিং পয়েন্ট বিরাটদের ব্যাটিংয়ের সময় ৬ থেকে ১০ ওভার পর্যন্ত| সেই ২৪ বলে ভারত করে মাত্র ১৩ রান| উইকেট খোয়ায় একটি| তাড়াতাড়ি উইকেট খোয়ানোর সময় দরকার থাকে একটি ভাল পার্টনারশিপের| কিন্তু সিঙ্গলস আটকে যাওয়াতেই সব শেষ হয়ে গিয়েছিল বলে মনে করেন কিংবদন্তী ভারতীয় তারকা| এই চাপটাই এদিন কাজে লাগাতে পারেননি বিরাট কোহলিরা|
ভারতীয় দলের হয়ে বহু রেকর্ডের মালিক সচিন তেন্ডুলকর| সকলে যখন দোষারোপে ব্যস্ত, সচিন তেন্ডুলকর হাঁটলেন অন্য রাস্তাতেই| বিরাটদের দোষারোপ না করে, আসল কারণটাই খুঁজে বর করার চেষ্টা করেছেন মাস্টার ব্লাস্টার|
সামনে বিরাট কোহলিদের তিনটে ম্যাচ রয়েছে| টানা জিতলেও, অপরদিকে রয়েছে নানান হিসাব নিকাশ| ভারতীয় দল থেক্ সমর্থকরা হয়ত এখন কোনও বড়সড় অঘটনের অপেক্ষাতেই রয়েছে|