ভারতীয় বক্সার নিশান্ত দেব (৭১ কেজি) এবং সঞ্জীত (৯২ কেজি) বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন।
আরও পড়ুন:ভারতের সেমিফাইনালের ক্ষীণ আশা এখন শুধুই হিসাব নিকাশে
নিশান্ত হারালেন মেক্সিকোর মার্কো আলভারেজকে ভেরদেকে ৩-২ গেমে। কোয়ার্টার ফাইনালে এবার তিনি খেলতে নামবেন রাশিয়ার ভাদিম মুসেভের বিপক্ষে।
অন্য ম্যাচে, সঞ্জীত রান জর্জিয়ার জিওর্জি চিগলাজেকে, ৪-১ গেমে। এরপর তাঁর প্রতিপক্ষ ইতালির আজিজ আব্বাস মৌহীদিন।
শেষ ১৬ পর্বে ওঠার লড়াইয়ে আছেন ভারতের রোহিত মোর (৫৭ কেজি), আকাশ সাংওয়ান (৬৭ কেজি), সুমিত (৭৫ কেজি) এবং পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জয়ী শিব থাপা (৬৩.৫কেজি)।
এই প্রতিযোগিতায় সোনার পদক জয়ী পাবেন এক লাখ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫ লাখ। রৌপ পদক জয়ীরা ৫০ হাজার মার্কিন ডলার। আর ব্রোঞ্জ পদক জয়ীদের জুটবে ২৫ হাজার মার্কিন ডলার। টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ভারতীয় অর্থে প্রায় ২ কোটি টাকা।
ফাইল চিত্র।