কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ ভারতের (SL vs IND) একদিনের সিরিজ বাঁচানোর খেলা। প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা চোখে, পড়েছে বিশেষ করে স্পিনের বিরুদ্ধে মিডল অর্ডার তাসের ঘরের মতো ধসে গিয়েছিল। একমাত্র অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজের পরিচিত ছন্দে ব্যাট করেছিলেন। কিন্তু বিরাট কোহলি (Virat Kohli), কে এল রাহুল, শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer) পুরোপুরি ব্যর্থ। তৃতীয় ওডিআইতে তাই দুটি বদল করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: ডিহাইড্রেশনে অজ্ঞান, হাসপাতালে বিনেশ ফোগট
উইকেটকিপার হিসেবে কে এল রাহুলের (KL Rahul) জায়গায় দলে এসেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। অন্যদিকে অর্শদীপ সিংকে (Arshdeep Singh) বসিয়ে খেলানো হচ্ছে রিয়ান পরাগকে (Riyan Parag)। আজ পরাগের ওডিআই ক্রিকেটে অভিষেক ঘটল। এই বদলে পরিষ্কার, ব্যাটিং শক্তি বাড়াতে চেয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাই একজন বোলার বাদ পড়লেন। স্পিন সহায়ক পিচ হওয়ায় বাদ অর্শদীপ, মহম্মদ সিরাজের সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে বল করছেন শিবম দুবে।
A look at #TeamIndia‘s Playing XI ??
Riyan Parag makes his ODI Debut ??
Follow the Match ▶️ https://t.co/Lu9YkAlPoM#SLvIND pic.twitter.com/hoBvmw1LZd
— BCCI (@BCCI) August 7, 2024
এদিন ফের টসে জিতে ব্যাট নিয়েছে শ্রীলঙ্কা। চারিথা আসালঙ্কার দলের লক্ষ্য একই থাকবে, ২৫০-র কাছাকাছি রান করা এবং প্রেমদাসা স্টেডিয়ামের ঘূর্ণি পিচে মহিশা থিকসানা, জেফ্রি ভ্যান্ডারসেদের দিয়ে ভারতীয় ব্যাটিং লাইন আপকে ভাঙা। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নিয়ে একাই ম্যাচ জেতান লেগস্পিনার জেফ্রি। আজ ফের তাঁর উপর নজর থাকবে।
দেখুন অন্য খবর: