কলকাতা: রবিবারের ব্রিগেড সমাবেশের (DYFI Brigade Rally) আগে শনিবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) বাসভবনে গিয়েছিলেন যুব সংগঠনের রাজ্য নেতৃত্ব। ব্রিগেডের জন্য বার্তা আনতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে মীনাক্ষীরা গিয়েছিলেন বুদ্ধদেবের পাম অ্যাভিনিউর বাড়িতে। বুদ্ধদেবের বাড়ি থেকে বেরিয়ে মীনাক্ষী জানিয়েছেন, রবিবার ব্রিগেড ভাল হবে বলে জানিয়েছেন বুদ্ধবাবু। বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য বলেছেন, সবাই মিলে কামনা করছি আগামিকাল যা হবে তা বড় মাপের একটা সমাবেশ হবে। বুদ্ধদেবে ওনাদের সঙ্গে রয়েছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যান ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদক মিনাক্ষী, কলতান দাশগুপ্ত আরও অনেকে। সূত্রের খবর, রবিবারের সভায় সিপিএমের যুবদের জন্য বুদ্ধদেব বার্তা দেন। মীনাক্ষী জানিয়েছেন, ব্রিগেড বড় ও ভালো হবে বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এটা আমাদের কাছে বাড়তি অনুপ্রেরণা ও সাহসের। উল্লেখ্য, বুদ্ধদেব শেষ বার ব্রিগেডে হাজির হয়েছিলেন ২০১৯ সালে। অসুস্থতার জন্য বর্তমানে তিনি গৃহবন্দি রয়েছেন।
আরও পড়ুন: দীর্ঘ ১৯ দিন জামিন মামলা শুনানির পরও জামিন খারিজ কৌস্তুভ রায়ের
রবিবার ব্রিগেড সমাবেশ। লোকসভা ভোটের আগে জন সমর্থন টানতে কোমর বেধে তোড়জোড় শুরু করেছে বাম সংগঠনও। সমাবেশের আগেই প্রকাশ করা হয়েছে ‘ব্রিগেড চলো’ গান। এই সমাবেশ থেকেই লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে পারে লাল শিবির। উত্তরবঙ্গ থেকে আসতে শুরু করেছে বাম নেতা-কর্মীরা। এমনকি দক্ষিনবঙ্গ থেকেও বহু নেতা-কর্মী ময়দানে চলে এসেছেন। ধর্মতলায় চত্বরে কর্মীদের থাকার জন্য অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।রানী রাসমণি রোডের একটা লেনে এবং ধর্মতলার মেট্রো চ্যানেলের পেছনে অস্থায়ী তাবু তৈরি করা হয়েছে। ওয়াই চ্যানেল ও পার্টি অফিসগুলোতে কর্মীদের রাখা হয়েছে। রয়েছে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও।
আরও অন্য খবর দেখুন