রোদ, পরিবেশ দূষণ, অনিয়মিত জীবনযাপন, পুষ্টিকর খাবারের অভাব ছাপ ফেলেছে মুখে। অকালেই মুখে ফুটে উঠেছে বার্ধক্যের ছাপ। চোখের কোনে চামড়ায় পড়েছে টান। কপালে ফুটে উঠেছে বলি রেখা। এই অবস্থায় বাজার থেকে কেনা অ্যান্টি রিঙ্কেল ক্রিম ব্যবহার করতে পারেন। তবে তা সাময়িক স্বস্তি দিলেও ত্বকের গভীরে গিয়ে সমস্যার সমাধান করবেনা না। তাই ত্বকের তারুণ্য ধরে রাখতে ও বার্ধক্যের লক্ষণগুলো কমাতে কাজে লাগান প্রাকৃতিক উপকরণে তৈরি এই সব হোমমেড মাস্ক-
গাজরের তৈরি ফেস মাস্ক
গাজর কোলাজেনে ভর্তি যা বলিরেখা কম করতে সাহায্য করে। এছাড়া গাজরে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য খুবই উপকারী।
উপকরণ
গাজরের তৈরি ফেস মাস্ক বানিয়ে নিন এভাবে
প্রথমে গাজর সেদ্ধ করে নিন। এবার এই সেদ্ধ গাজর চটকে পেস্ট বানিয়ে নিন। এবার একটি পাত্রে গাজরের পেস্টের সঙ্গে ২ বড় চামচ মধু, টক দই ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে ও গলায় ভাল করে মেখে নিন। ভাল ফল পেতে সপ্তাহে অন্তত এক বার অবশ্যই লাগান।
কিউয়ির তৈরি ফেস মাস্ক
কিউয়িতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা কোলাজেন উৎপাদনের জন্য অন্যতম। তাই কিউয়ি দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের বলিরেখা কম হয়ে যায়।
উপকরণ
কিউয়ির ফেস মাস্ক বানিয়ে নিন এভাবে
ফেস মাস্ক তৈরি করতে কিউয়ি একটি পাত্রে ভাল করে ম্যাশ করে নিন। এবার এতে তিন চামচ চিনি মিশিয়ে দিন। এবার এই মিশ্রণ দিয়ে অন্তত ৩০ সেকেন্ড পর্যন্ত হালকা হাতে স্ক্রাব করে নিন এবং পরে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।
কুমড়োর তৈরি ফেসপ্যাক
কুমড়ো দেখে নাক সিটকোয় অনেকেই। কিন্তু জানেন কি এই কুমড়োতে ত্বকের প্রয়োজনীয় কোলাজেন পাওয়া যায়।
কুমড়োর তৈরি ফেস মাস্ক বানাতে প্রয়োজন
সবকটি উপকরণ একটি পাত্রে ভাল করে মিশিয়ে মুখে মেখে নিন। অন্তত ১০ মিনিট পর্যন্ত এই মিশ্রণ মুখে লাগিয়ে রেখে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।