বীরভূম: ওড়িশার কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়ল পশ্চিমবঙ্গ পুলিশের জালে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে রামপুরহাটের পাইকর গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।
ধৃত দুষ্কৃতীর নাম সুলেমান খান ওরফে সলু। বাড়ি ওড়িশার ভদ্রক জেলার মিত্রমহল্লা গ্রামে। গত ১৬ জুন ওড়িশার বালেশ্বরে এক ব্যবসায়ীকে ৯ – ১০ জনের একটি দল গুলি ও কুপিয়ে খুন করে। সেই খুনের তদন্ত শুরু করে ওড়িশার পুলিশ।
অবশেষে ওই সমাজবিরোধীর খবর পেয়ে রবিবার বীরভূমের পাইকর থানায় আসে ওড়িশা পুলিশের একটি দল। এরপর ওড়িশা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পাইকর থানার পুলিশ। রাতেই সুলেমান খান নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। আজ সোমবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।