ওয়েব ডেস্ক: সম্প্রতি প্যারিসের লুভর মিউজিয়াম থেকে ১০২ মিলিয়ন মূল্যের গহনা চুরি হওয়ার পর, টেলিগ্রাম সিইও পাভেল দুরভ (Pavel Durov) একটি বিতর্কিত মন্তব্য করেন (Telegram CEO Pavel Durov Offers To Buy Stolen Louvre Jewels)। বলেছেন, তিনি চুরি হওয়া গয়না কিনে ফেরত দিতে প্রস্তুত। তবে শুধুমাত্র লুভর আবুধাবি মিউজিয়ামে (Louvre Abu Dhabi Museum)।
এই মন্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে, কারণ তা ফরাসি কর্মকর্তাদের মধ্যে সমালোচনার ঝড় তুলেছে। ফরাসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই চুরির তদন্ত শুরু করেছে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চোরাচালান চক্র খুঁজে বের করার চেষ্টা করছে।
আরও পড়ুন: প্যারিসের ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় গ্রেফতার ২ সন্দেহভাজন
দুরভের এই প্রস্তাব নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও তোলপাড় পড়েছে। অনেকে এটি এক ধরনের চমকপ্রদ উদ্যোগ বলে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ফরাসি সংস্কৃতি ও লুভরের মর্যাদার প্রতি অনাদর হিসেবে বর্ণনা করছেন। লুভরের মুখপাত্র এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
দেখুন আরও খবর: