Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
liquor manufacture: মহুয়ার নেশা বিক্রি করে ছেলেমেয়েদের মুখে খাবার দিই, মুসাহারি টোলার একদিন প্রতিদিন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: ঐন্দ্রিলা ঘোষ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ০৪:৪১:৫১ পিএম
  • / ৩২৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: ঐন্দ্রিলা ঘোষ

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিহারের রাজধানী পাটনা। এই পাটনা থেকে কত দূরত্ব হবে, বেশি না এই মোটামুটি পঞ্চাশ কিলোমিটার। জায়গাটার নাম কাকো টাউনের মুসাহারি টোলা। এখানকার মুনেশ্বর মানঝির কথা বলব। একচল্লিশ বছরের মুনেশ্বর সোমবার দিন বেলা এগারোটায় নিজের চৌকিতে বসে একটু জিরিয়ে নিচ্ছেন। মুনেশ্বরের ইট বার করা ঘর। প্লাস্টার করা হয়নি। বাড়ির বাইরে বাঁশের খুঁটিতে পলিথিন টাঙানো। কোনওরকম সূর্যের তেজ আটকানো। কিন্তু তাতে কি আর্দ্রতার অস্বস্তি কমে। মুনেশ্বর বললেন, ‘জানেন গত পনেরো দিন ধরে আমার কোনও কাজ নেই।’

মুসাহারি টোলার নামের পিছনে এক ইতিহাস আছে। শব্দটি এসেছে মুহাসার থেকে। মুসা অর্থাৎ ইঁদুর। আহার অর্থাৎ খাবার। মুসাহার মানে ইঁদুর খায় যাঁরা। মুসাহার এক দলিত সম্প্রদায়ের নাম। মুসাহারি টোলায় যাঁদের বাস। মুনেশ্বর মানঝির মত প্রায় ৬০টি পরিবারের বাস এখানে। কাছেপিঠের কৃষিখেতে মজুরির কাজ করে যাঁদের পেট চলে। কিন্তু তাও অনিয়মিত। মুনেশ্বরই জানালেন, ‘খেত মজুরির কাজ মেলে এই বছরে তিন থেকে চার মাস।’

পেট চলে না মুনেশ্বরদের। ভাত জোটে না। তাই একরকম বাধ্য হয়েই মহুয়া গাছের ফুল সংগ্রহ করে, তা থেকে তৈরি করেন মহুয়া। মহুয়া, আদিবাসী, দলিত, গরিব মানুষদের মধ্যে জনপ্রিয় এক ধরনের সস্তার মদ। মুনেশ্বরদের ভাষায় ‘মহুয়া দারু’। বিহারে মহুয়া মদ তৈরি, বিক্রি, পান করা সমস্তই অপরাধযোগ্য। আবগারি আইনে নিষিদ্ধ। সব জেনেও শুধুমাত্র পেটের টানে এই অন্ধকার ব্যবসায় নেমেছেন মুসাহারি টোলার বহু মানুষ।

আরও পড়ুন Dark Circles: ডার্ক সার্কেল ম্লান করছে মুখের সৌন্দর্য?

মুনেশ্বরের যখন ১৫ বছর বয়স তখন থেকেই মহুয়া দারু তৈরির ব্যবসায় নেমেছেন। মুনেশ্বরের বাবা ঠেলা টানতেন। সামান্য টাকা আয়। সংসার একেবারেই চলত না। খাবার জুটত না। মুনেশ্বর একদিন স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন। পরিবারের কয়েক জন মহুয়া তৈরি করতেন। তাঁদের সঙ্গে কাজে জুটে গেলেন। সেই থেকে শুরু। পঁচিশ বছর ধরে মুনেশ্বর এই কাজ করছেন।

‘মহুয়া ফুল থেকে মদ তৈরির বিষয়টা অনেক সময় সাপেক্ষ’। মুনেশ্বর বলছিলেন। ‘মহুয়া ফুল সংগ্রহ, তাতে গুড় আর জল মেশানো। তারপর তাকে আট দিন ধরে জারিয়ে রাখা। যাতে ওই মিশ্রনে পচন ধরে। এরপর ওই মিশ্রনকে একটু ধাতব পাত্রের মধ্যে রেখে জ্বাল দিতে হয়। ধাতব পাত্রের উপর বসাতে হয় একটা মাটির হাঁড়ি। যার তলা ফুটো করা। সেখানে আটকে দেওয়া হয় বাঁশের পাইপ। ভিতর থেকে যে বাষ্প উঠে আসে তা আবার চলে যায় আরও একটা ধাতব হাঁড়িতে। সব মিলিয়ে প্রায় চার ঘণ্টা ধরে এই তাপ সহ্য করতে হয়।’ এক নিশ্বাসে কথা বলছিলেন মুনেশ্বর।

আরও পড়ুন Mamata Banerjee: মমতার সভায় অসুস্থ কিশোরী, বক্তৃতা থামিয়ে দিলেন জলের বোতল, নাড়িও দেখলেন মুখ্যমন্ত্রী

মাসে প্রায় ৪০ লিটার মহুয়া তৈরি করেন মুনেশ্বর মানঝি। এর জন্য কাঁচামাল লাগে। ৭ কিলো মহুয়া ফুল। ৩০ কিলো গুড়। ১০ লিটার জল। চুলা জ্বালানোর খরচও আছে। সবমিলিয়ে ২ হাজার টাকার খরচ। মহুয়া বিক্রি করে আয় হয় সাড় ৪ হাজার টাকা। এই দিয়েই সংসার, পেট চালাতে হয় মুনেশ্বরদের। বলছিলেন, ‘সারা মাসে খাবারের জন্যই সব টাকা খরচ হয়ে যায়। হাতে পড়ে থাকে ওই চারশো থেকে পাঁচশো টাকা মত। বাচ্চারা কখনও বিস্কিট, টফি কিনে দিতে বলে বুঝলেন। কখনও পারি কখনও পারি না। ছোটটা তো একেবারে ছোট। মাত্র ৪ বছর।’ মুনেশ্বরের স্ত্রী
চামেলি দেবী। তিনিও খেতমজুর। স্বামীর সঙ্গে কখনও কখনও মহুয়া তৈরিতেও হাত লাগান। মুসাহারি টোলায় এভাবেই চলছে মুনেশ্বর মানঝিদের দিনরাত।

‘সরকার সব দেখেও অন্ধ সেজে থাকে।’ অভিযোগ করলেন, মুনেশ্বর। ‘কাজ তৈরির জন্য কোনও প্রকল্পের নাম নেই। অথচ দেখুন মুখিয়া বলছেন এই সব ছেড়ে দিতে হবে। মানে মহুয়া তৈরি চলবে না। আসলে সরকার আমাদের একঘরে করে দিয়ে দিয়েছে।’ মুনেশ্বরের গলায় ক্ষোভের আগুন। মুনেশ্বরদের টোলায় একটাও শৌচালয় নেই। সরকারের কোনও সাহায্য পটনা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের এই গ্রামে এসে পৌঁছয় না। নিয়ম করে একদিন ভোট আসে।

আরও পড়ুন Mamata Banerjee: মমতার সভায় অসুস্থ কিশোরী, বক্তৃতা থামিয়ে দিলেন জলের বোতল, নাড়িও দেখলেন মুখ্যমন্ত্রী

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
আগামিকাল মুর্শিদাবাদে সেলিমের পরীক্ষা, ১৩ মে বহরমপুরে অধীরের
সোমবার, ৬ মে, ২০২৪
শাহের মুখে সন্দেশখালি আছে, নেই ভিডিও নিয়ে কোনও কথা
সোমবার, ৬ মে, ২০২৪
বেহাল সড়ক, প্রশাসনকে জানিয়েও হয়নি লাভ
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team