রাশিফল: আজ ৭ মে ২০২৪ মঙ্গলবার, পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের অমাবস্যা তিথি। জ্যোতিষ গণনা অনুসারে, আজ বেশ কয়েকটি শুভ যোগ থাকবে। এই শুভ যোগগুলি হল আয়ুষ্মান যোগ, বুধাদিত্য রাজযোগ ও সৌভাগ্য যোগ। পাশাপাশি থাকবে অশ্বিনী নক্ষত্রের প্রভাব। এর ফলে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ কিছু রাশির জাতকের (Horoscope)-
মেষ রাশি: আজ মেষ রাশির জাতকরা আর্থিক ভাবে দারুণ লাভবান হবেন। নিজের জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটাতে পারবেন। ব্যবসায়ীরা অর্থলাভের নতুন পথ খুঁজে পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন।
মিথুন রাশি: বৈশাখী অমাবস্যার দিনটি দারুণ লাভজনক হতে চলেছে মিথুন রাশির জাতকরা। ভালো কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা বিশেষ কোনও চুক্তি স্বাক্ষর করতে পারেন।
আরও পড়ুন: কালো তিলেই ফিরবে জীবনের আলো! জেনে নিন
কন্যা রাশি: আজ বুধাদিত্য রাজযোগের শুভ ফল পাবেন কন্যা রাশির জাতকরা। বিশেষ কোনও সূত্র থেকে আপনি লাভবান হতে পারেন। ব্যবসা এবং চাকরিতে নিজের কাজের জন্য প্রশংসিত হতে পারেন।
বৃশ্চিক রাশি: আয়ুষ্মান যোগের শুভ ফল সারাদিন লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। আর্থিক ভাবে ব্যাপক লাভবান হওয়ার সুযোগ আসছে। সরকারি প্রকল্প থেকে আর্থিক ভাবে লাভ হতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকেও আর্থিক লাভের যোগ আছে।
কুম্ভ রাশি: আজ বড় লাভ হতে চলেছে কুম্ভ রাশির জাতকদের। বৈশাখী অমাবস্যায় বজরংবলীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর। বিদেশে চাকরি বা উচ্চশিক্ষার জন্য যাওয়ার পথ সুগম হবে। অফিসে প্রমোশন ও বেতনবৃদ্ধি হতে পারে।
আরও খবর দেখুন
c