প্যারিস: আজ, শুক্রবার (২৬ জুলাই) আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024)। অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান (Opening Ceremony) শুরু হবে ভারতীয় সময় রাত ১১.০০টায়। ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন পাঁচবারের অলিম্পিয়ান এ শরত কমল (A Sharath Kamal) এবং দু’বারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু (PV Sindhu)। জাতীয় পতাকা নিয়ে তাঁরাই হাঁটবেন উদ্বোধনী অনুষ্ঠানে।
৪২ বছরের শরত কমল এই নিয়ে পঞ্চমবার গ্রেটেস্ট শো অন আর্থ-এ যোগ দিয়েছেন, এটাই তাঁর শেষ। পতাকা-বাহক হতে পেরে খুশি চেপে রাখতে পারেননি তিনি। তারকা প্যাডলার বলেছেন, “আমরা ২৬ জুলাইয়ের অপেক্ষা করছি, যেদিন প্যারিসে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দেব। শেষ তিন-চার মাস ধরে ওই মুহূর্তের স্বপ্ন দেখে চলেছি আমরা।”
আরও পড়ুন: অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে ভারতের পুরুষ তিরন্দাজরাও
Two-time Olympic medallist PV Sindhu and table tennis ace Achanta Sharath Kamal will be India’s flag bearers for the upcoming Paris Olympics 2024. #TeamIndia #Cheer4Bharat #ParisOlympics#Olympics #OlympicGames #Olympics2024@Pvsindhu1 @YASMinistry @Media_SAI @mukesh1481 pic.twitter.com/itbEDO9QpO
— DD News (@DDNewslive) July 25, 2024
কমল আরও বলেন, “ওই মুহূর্ত কাটাব ভাবতেই উত্তেজিত লাগছে, এবং বিশেষ করে সেটা করব পি ভি সিন্ধুর সঙ্গে, তাই দুর্দান্ত মুহূর্ত হতে চলেছে।”
অলিম্পিক্সে পদকের হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে আশা সিন্ধুও ফ্ল্যাগ বিয়ারার হতে পেরে গর্বিত বোধ করছেন। তারকা শাটলারের কথায়, “আরও একজন ভারতীয় ক্রীড়াবিদ শরত কমলের সঙ্গে পতাকা বাহক হতে পেরে খুবই খুশি। আমাদের দু’জনের জন্যই এটা গর্বের মুহূর্তে। পতাকা বাহক হতে পারা, অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করা, জাতীয় পতাকা হাতে নেওয়া, এসব সুযোগ একবারই হয়।”
দেখুন অন্য খবর: