কলকাতা: ২০৩৪ সালের মধ্যে ৯টা-৫টার চাকরি আর থাকবে না। এমনই ভবিষ্যদ্বাণী করলেন লিঙ্কডিনের সহ প্রতিষ্ঠাতা রিড হফম্যান। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে তাঁর একটি মন্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ধীরে ধীরে ৯টা থেকে ৫টার চাকরি বন্ধ হয়ে যাবে। কারণ হিসেবে এআই-কে দায়ী করেছেন তিনি। তাঁর মতে, এআই অর্থাৎ কৃত্তিম বুদ্ধিমত্তা এ প্রজন্মের কর্মশক্তিকে নষ্ঠ করছে। যার ফলে অনেক কাজের সুযোগ ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।
তিনি মনে করেন, ভবিষ্যতে কোনও সংস্থা কর্মীদের নিয়োগ করবে না। বরং অস্থায়ী হিসেবে তাঁদেরকে বিভিন্ন বিভাগে নিযুক্ত করবে। পাশাপাশি চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা আরও বাড়বে। সেক্ষেত্রে আরও সহজ-সরল ও বিকল্প কাজের হদিশ করতে হবে সকলকে। নিল তাপারিয়া নামে এক বিনিয়োগকারী, হফম্যানের এই ভিডিওটি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন।
আরও পড়ুন: শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও
তাঁর পোস্টে, তাপারিয়া এ বিষয়ে আরও লিখেছেন, হফম্যান ১৯৯৭ সালে সোশ্যাল মিডিয়ার উত্থান, শেয়ারিং ইকোনমি এবং এআই (AI) চ্যাটজিপিটি (ChatGPT)-র ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর মতে, এআই-এর বিবর্তন কিছুটা ভয়ঙ্কর না হলেও শ্বাসরুদ্ধ কিছু ছিল না। চ্যাটজিপিটি (ChatGPT) চালু হওয়ার পর থেকে, বিশ্বব্যাপী হাজার হাজার চাকরি বন্ধ হয়ে পড়েছে। অনেক সংস্থা তাদের কর্মীদেরকে এআই (AI) প্রযুক্তিতে প্রশিক্ষণ দিচ্ছে। তবে অটোমেশন কাজগুলি সম্পূর্ণভাবে বন্ধ হবে না বলে বিশ্বাস লিঙ্কডিনের সহ প্রতিষ্ঠাতার। তাঁর দাবি, এটি কর্পোরেটের কাজে পরিবর্তন আনবে।