জয়জ্যোতি ঘোষ
২০১৪ সালে ভারতের ইংল্যান্ড সফরের কথা মনে আছে?ব্যাটসম্যান হিসেবে সুপার ফ্লপ বিরাট কোহলি।পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির রানসংখ্যা যথাক্রমে-১,৮,২৫,০,৩৯,২৮, ০,৭,৬, ২০। দশ ইনিংসে কোহলির সর্বোচ্চ রান ৩৯। অফ সাইডের বাইরে যাওয়া বলে বার বার ব্যর্থ হচ্ছিলেন তিনি। মানসিক দিক থেকে একেবারে বিরাট বিধ্বস্ত কোহলি! আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার কি আদৌ এগোবে?- এই দুশ্চিন্তায় বিভোর ছিলেন স্বয়ং কোহলি! ইংল্যান্ড থেকে ভারতে এসে ভাবছেন কী করবেন? কোথায় যাবেন? কী করে আবারও ফিরে পাবেন ফর্ম?
ঠিক এই সময়েই বিরাট কোহলির গন্তব্য হয় মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের মাঠ। সেখানে টানা তিন দিন বিরাট কোহলির স্পেশাল ক্লাস নেন শচীন তেন্ডুলকর। বিরাটের টেকনিকে কিছু পরিবর্তন আনেন মাস্টার-ব্লাস্টার। যে পরিবর্তন কোহলিকে ব্যাটসম্যান হিসেবে একেবারে বদলে দেয়। কোহলি পরিণত হন কিং কোহলিতে! পরবর্তীতে বিরাট কোহলি নিজেও শচীনের এই অবদানের কথা স্বীকার করে নেন। অথচ শচীন তেন্ডুলকর নিজে কখনও ঢাক পিটিয়ে একথা বলেননি। এইজন্যই বোধহয় তিনি ‘ক্রিকেট ঈশ্বর’।
২০১৮ সালে আবারও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যায় ভারত। সেই সফরে ভারতের সফলতম ব্যাটসম্যান হয়ে ওঠেন বিরাট কোহলি। পাঁচ ম্যাচের সিরিজে কোহলির রানসংখ্যা যথাক্রমে-১৪৯, ৫১, ২৩, ১৭, ৯৭, ১০৩, ৪৬, ৫৮, ৪৯, ০। কিং কোহলির সর্বমোট রান ৫৯৩। সর্বোচ্চ ১৪৯। অথচ ঠিক আগের ইংল্যান্ড সফরেই চিত্রটা অন্যরকম ছিল। আন্তর্জাতিক কেরিয়ার বোধহয় শেষ এখান থেকে কোহলির ‘বিরাট’ উত্থান- নেপথ্যে সেই শচীন!
স্টেডিয়াম বুলেটিন দেখতে ক্লিক করুন-