কলকাতা: তীব্র দহনজ্বালা থেকে সাময়িক মুক্তি। তাপপ্রবাহের কষ্ট থেকে অবশেষে স্বস্তির বৃষ্টি (Rain) রাজ্যে। বৃষ্টি হল জেলার বিভিন্ন অংশে। সোমবার সন্ধ্যায় ভিজল জেলা থেকে শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল। তা সত্যি করে বৃষ্টির দেখা মিলল। সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই কম, বেশি বৃষ্টি হল। ভিজল মহানগর কলকাতাও। জোরালো বৃষ্টি না হলেও স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে।
মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে। ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
আরও খবর দেখুন