Placeholder canvas
কলকাতা শনিবার, ১৮ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Partha Chatterjee: পার্থর নৈতিক স্খলন নিয়ে তৃণমূলের অন্দরেও প্রশ্ন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দেবাশিস দাশগুপ্ত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ০৪:২৬:২৩ পিএম
  • / ২৭৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবাশিস দাশগুপ্ত

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: গত ১১ বছরের শাসনকালে এই প্রথম তৃনমূল সরকার এবং দল এত বড় একটা সংকটে পড়ল। এই সংকট থেকে কেমন করে পরিত্রাণ পাওয়া যাবে, কারও জানা নেই। প্রাক্তন শিক্ষামন্ত্রী, দলের মহাসচিব এবং বর্তমান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতা দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হওয়ার পর দলের নেতারা কী করে বিষয়টিকে ডিফেন্ড করবেন, ভেবে পাচ্ছেন না।

পার্থ গ্রেফতার হওয়ার প্রায় ৭২ ঘণ্টা পর, গতকাল রবিবার মহানায়ক সম্মানের মঞ্চে প্রথম এ ব্যাপারে মুখ খুলেছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একবারও মন্ত্রিসভার নম্বর টু-এর নাম উল্লেখ করেননি। মহিলাঘটিত ব্যাপার শব্দবন্ধ ব্যবহারন করেছেন। কে কার বন্ধু, আমি কী করে জানব বলেও মন্তব্য করেছেন।

আবার একই সঙ্গে পার্থ এবং তাঁর বান্ধবীর গ্রেফতারির পিছনে চক্রান্ত আছে কি না, সেই তথ্য দ্রুত উদ্ঘাটনেরও দাবি জানিয়েছেন।

কেন্দ্রীয় সংস্থার দাবি, অন্তত ২২ কোটি নগদ টাকা, প্রচুর গয়না, বিদেশি মুদ্রাও উদ্ধার হয়েছে। রবিবার মহানায়ক সম্মান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এসব নিয়ে বিস্তারিত কিছুই বলেননি।শুধু বলেন, এক মহিলার বাড়ি থেকে কিছু টাকা উদ্ধার হয়েছে। বিষয়টি বিচারাধীন। তাই আমি এই নিয়ে কিছু বলতে চাই না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, দুর্নীতি আমার নেশা কিংবা পেশা নয়। আমি দলের নেতা, মন্ত্রী কাউকে স্পেয়ার করি না।

রাজনৈতিক মহলে বলাবলি হচ্ছে, এর অর্থ হল, নেত্রী পার্থকে ছেঁটে ফেলতে চাইছেন। আবার তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রায় পাঁচদিন হয়ে গেল। এই ঘটনা নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্পিকটি নট হয়ে বসে রয়েছেন।  তার থেকেও বড় কথা, দলের নেতারা সাংবাদিক বৈঠকে বারবার ঢোঁক গিলছেন। কী বলবেন, বুঝে উঠতে পারছেন না। এই রকম বিভ্রান্তির মুখে তৃণমূল নেতাদের আগে কখনোও পড়তে হয়েছে বলে মনে পড়ে না।

তৃণমূল নেতৃত্বের বড় উদ্বেগের কারণ হল, এই কেলেঙ্কারিতে পার্থর সঙ্গে একাধিক মহিলার নাম জড়িয়ে যাওয়া। দলের একাধিক নেতা মনে করেন, এটা বর্ষীয়ান পার্থর একটা নৈতিক স্খলন। মুখে তাঁরা পার্থকে ডিফেন্ড করার হালকা চেষ্টা করছেন বটে। তবে সেই চেষ্টায় কোনও আন্তরিকতার ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : Manik Bhattacharya: এবার মানিক ভট্টাচার্যকে তলব ইডি-র

অতীতে মদন মিত্রের সঙ্গে তরুণ তরুণীদের ঘনিষ্ঠতা নিয়ে দলের মধ্যে অনেক বিতর্ক হয়েছে। সারদা পর্বে তরুণী আইনজীবী পিয়ালি মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু রাজ্য পুলিসের তদন্তে সে সব নিয়ে খুব বেশি নাড়াচাড়া পড়েনি। নেত্রী দুচারবার মদনকে ধমকে চমকে বাগে এনেছেন। নেত্রীর খুব কাছের কানন তথা শোভন চট্টোপাধ্যায়ের বৈশাখী প্রীতিও নেত্রী ভালোভাবে নেননি। শোভন এদিক সেদিক ঘুরে নেত্রীর সঙ্গে দেখা করে আবার তৃণমূলে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন।

কিন্তু পার্থর মহিলা প্রীতি মদন, শোভনকে অনেক যোজন পিছনে ফেলে দিয়েছে। ইডির তদন্তে  অর্পিতার যে বিপুল সম্পত্তি ধরা পড়েছে, তা আসলে কার, তা তদন্তসাপেক্ষ। তবে ইডির নজরে এখন পর্যন্ত না এলেও আরও অনেক মহিলার নাম নানা মহলে উঠে আসছে। ইডি আগামিদিনে হয়ত এই মহিলাদেরও তদন্তের আতস  কাচের নীচে নিয়ে আসবে। সোশাল মিডিয়ায়

আরও পড়ুন : শোভন-বৈশাখীকে ১০ গোলে হারালেন পার্থ-অর্পিতা

তৃণমূলের অন্দরে একটি মহল প্রশ্ন তুলতে শুরু করেছে, বছরের পর বছর ধরে শিক্ষা দফতরে এত সব কেলেঙ্কারি হয়ে চলেছে, পার্থ এত মহিলার সঙ্গে সম্পর্ক রাখছেন। দলের কেউ কেন কিছু জানতে পারল না? নাকতলা, বেহালা, গড়িয়ার বিস্তীর্ণ এলাকায় কান পাতলে শোনা যায়, পার্থর নাম ভাঙিয়ে দলের একাধিক কাউন্সিলর, স্থানীয় প্রোমোটার দাপিয়ে বেড়ান। পার্থর ঘনিষ্ঠ বেশ কয়েকজন কাউন্সিলর গত কয়েক বছরে আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছেন। দলের ওই অংশ বলছে, যে ২১ কোটি টাকা অর্পিতার অভিজাত ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, তার মধ্যে প্রোমোটারি বা সিন্ডিকেট ব্যবসার টাকাও থাকতে পারে।

দলনেত্রী গতকাল মহানায়ক সম্মাননা মঞ্চে যে কথা বলেছেন, তার নির্যাস হল, প্রয়োজন হলে তিনি পার্থকে ছেঁটে ফেলতে দ্বিধা করবেন না। কিন্তু বিরোধীদের প্রতি তাঁর হুঁশিয়ারি, আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করবেন না। আমার হাতে কিন্তু আলকাতরা আছে। অনেকে বলছেন, এর অর্থ হল, দলের আর কারও নামে যা খুশি বলা হোক। নেত্রীর নামে কিছু বলা যাবে না।

আরও পড়ুন : Mamata Banerjee: ১ টাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মমতার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team