দুবাই: বাইরের কথায় কান দিচ্ছেন না| তা পাত্তা দিতেও নারাজ মহম্মদ সামি| তাঁর নজর এখন শুধুই নিউজিল্যান্ড ম্যাচের দিকে| অবশেষে নিজের নিরবতা ভাঙলেন মহম্মদ সামি| সোশ্যাল সাইটে টুইট করেই বার্তা| তাঁর সমস্ত মনোযোগ এখন নিউজিল্যান্ড ম্যাচের দিকেই|
সমালোচকদের জবাবটাও হয়ত সেই মঞ্চেই দিত চান সামি| তারই ইঙ্গিতটা এদিন সোশ্যাল সাইটে দিয়ে রাখলেন বাংলার তারকা পেসার| সেখানে তিনি লেখেন,’মাঠে ফিরেছি| সকলে এবং তরুণ তারকাদের সঙ্গে প্রস্তুতি দারুণ হল| এখন নিউজিল্যান্ড ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছি’|
Back to the grind. Had a productive training session and loved talking to our young talented cricketers. Looking forward to our next game against NZ. #TeamIndia #mshami11 pic.twitter.com/BelhDORBRo
— ???????? ????? (@MdShami11) October 28, 2021
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের|বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার পাকিস্তানের কাছে হারে বিরাট বাহিনী| তাও আবার ১০ উইকেটে হারে তারা| মহম্মদ সামি থেকে বুমরা, বরুণ চক্রবর্তীরা পাকিস্তানের একটিও উইকেট তুলতে পারেননি| বোলাররা চূড়ান্ত ব্যর্থ হন|
আর এরপর থেকেই হঠাত্ সোশ্যাল মিডিয়া উত্তাল| একদল নেটিজেনের তীব্র কটাক্ষের নিশানা শুধুই মহম্মদ সামি| তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল জুড়ে শুধুই একদন মানুষের কটুক্তি| যেখানে কেউ কেউ তাঁকে পাকিস্তানি বলতেও ছাড়েনি|
যদিও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মহম্মদ সামির পাশেই দাঁডিয়েছিলেন প্রাক্তন ক্রিকটাররা| সচিন, সেওয়াগ থেকে হরভজন, লক্ষ্মণরা সকলেই এই ঘটনা বন্ধের দাবী জানিয়ছিলেন| সেইসঙ্গে সামির পাশে দাঁড়ানোরই বার্তাও দিয়েছিলেন|
কিন্তু একদমই চুপচাপ ছিলেন মহম্মদ সামি| ভারতীয় দলের ক্রিকেটাররাও কোনও কথা বলেননি এই বিষয় নিয়ে| হয়ত বোর্ডের বারণ ছিল বলেই বলেননি কেউ কিছু| বুধবার থেকে প্রস্তুতি শুরু করেছে ভারত| বৃহস্পতিবারই সামির টুইট| তিনি যে ভেঙে পড়ছেন না, জবাব দেওয়ার প্রস্তুতি সারছেন, তা এখন স্পষ্ট|