টলিউডের স্বর্ণযুগের অভিনেতা দেব (Dev) ও শুভশ্রী (Subhashree Ganguly) জুটি উপহার দিয়েছিল একের পর এক হিট ছবি। ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘মন মানে না’, ‘রোমিও’ কিংবা ‘খোকাবাবু’ – এইসব ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের মনে স্থায়ী প্রভাব ফেলে। কিন্তু সেই স্মৃতি এখন নস্টালজিয়া হয়ে গেছে। দেব কি এখনও সেই সময়টাকে মিস করেন? এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের মনের কথা ভাগ করে নেন অভিনেতা।
শুভশ্রীর সঙ্গে কাজে ‘না’! সব ওলট-পালট হয়ে গেছে!
দেব সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কর্মজীবন এবং পুরনো স্মৃতির কথা বলতে গিয়ে শুভশ্রীর প্রসঙ্গে মুখ খোলেন। প্রযোজক, রাজনীতিবিদ এবং অভিনেতা দেব এখন নানা দায়িত্বে ব্যস্ত। তাঁর জীবনের পুরনো পাতাগুলো কখনও মনের আঙিনায় ফিরে আসে কি না জানতে চাওয়ায় তিনি জানান, কিছু স্মৃতি পুরনো ছবির মতো, যা নস্টালজিয়ার ঝাপটায় ফিরিয়ে আনে একসময়ের আবেগময় মুহূর্ত।
আরও খবর : জুটিতে সিদ্ধার্থ-সারা?শুভশ্রীর সঙ্গে কাজে ‘না’! সব ওলট-পালট হয়ে গেছে!
দেব-শুভশ্রীর প্রেম একসময় টলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় ছিল। ব্যক্তিগত সম্পর্কেও দুজনের ঘনিষ্ঠতার খবর তখন ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সেই সময়টায় শুভশ্রীও একাধিক রোমান্টিক ছবিতে দেবের সঙ্গেই কাজ করেছেন। কিন্তু কোন এক অজানা কারণে তাঁদের সম্পর্কে ফাটল ধরে, যা ধীরে ধীরে তাঁদের আলাদা পথ বেছে নিতে বাধ্য করে।
বর্তমানে শুভশ্রী পরিচালকের রাজ চক্রবর্তীর স্ত্রী এবং সংসারে সুখী জীবন কাটাচ্ছেন এক পুত্র ও কন্যাকে নিয়ে। অন্যদিকে, দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং কর্মজীবন-ব্যক্তিগত জীবন সমানভাবে চালিয়ে যাচ্ছেন। দেব ও শুভশ্রীর পথ আলাদা হলেও তাঁরা আর একসঙ্গে কাজ করেননি। তাঁদের এই দূরত্ব যেন টলিপাড়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে দেবকে জিজ্ঞাসা করা হলে, কার সঙ্গে তাঁর সবচেয়ে প্রিয় জুটি? দেব কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম বলেন, তবে শুভশ্রীর নাম উল্লেখ করেননি। এমনকি ইঙ্গিত দেন, ভবিষ্যতে শুভশ্রীর সঙ্গে নতুন কোন প্রকল্পে কাজ করার কথা তাঁর চিন্তায় নেই। তাঁর মতে, সম্পর্কের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে কিভাবে সম্পর্কের প্রতি দূরত্ব বজায় রাখা যায়।
দেখুন আরও খবর :