পূর্ব বর্ধমান: প্রায় প্রতিদিনই সামনে আসছে একের পর এক শ্লীলতাহানির অভিযোগ। ফের শ্লীলতাহানির সিকার এক কিশোরী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামে। যার জেরে এলাকা জুড়ে ছড়ায় আতঙ্ক। ঘটনায় গ্রেফতার এক বহুরূপী।
অভিযোগ, বৃহস্পতিবার বহুরুপী সাজে এক ব্যক্তি পূর্ব বর্ধমানের আউসগ্রামে উপস্থিত হন। সে গ্রামে সবার বাড়িতেই বহুরুপী সাজ নিয়ে যায়। এক কিশোরীর বাড়িতে সেই ব্যক্তি উপস্থিত হলে কিশোরীর সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলে সে। এমনকি ওই কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগও ওঠে। ঘটনায় কিশোরী ভয়ে পেয়ে ঘটনাস্থল থেকে সরে যায়।
আরও পড়ুন: দেবীর চেয়েও নিজেদের বড় ভাবে পুজো কমিটি, মন্তব্য কলকাতা হাইকোর্টের
ঘটনাস্থল থেকে সরে গিয়ে কিশোরী বাড়ির লোকদের ঘটনা সম্পর্কে অবগত করেন।বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের লোকজনের পক্ষ থেকে খবর দেওয়া হয় আউসগ্রাম থানায়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে সেই বহুরূপীকে। পুলিশ তদন্তে জানতে পারেন অভিযুক্ত বহুরূপীর নাম লাল্টু মাল। বীরভূমের শান্তিনিকেতনের বাসিন্দা সে। ঘটনা সম্পর্কে পাড়ার লোকজনও অবগত হলে তাঁরাও অভিযুক্ত ব্যক্তির খোঁজ শুরু করে। অভিযুক্তকে আটক করে পাড়ার লোকজনই। অভিযুক্তকে মারধরও করে এলাকার বাসিন্দারা। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনাটি সামনে আসার পর, আবারও প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে।
দেখুন অন্য খবর: