Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Eden Match: বঞ্চনার শিকার বাংলা, ক্রিকেট ম্যাচ নিয়েও ‘শাহ’-নীতি!
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:১৪:২৭ পিএম
  • / ২২২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে, তাই ফেব্রুবারি মাসের শুরুতে রাজ্য সরকার নিয়মনীতি শিথিল করেছে। স্টেডিয়ামে ৭৫% দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের অনুমতি মিলেছিল। বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে ছিল তা সুখবর। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সেই অনুমতিতে বাদ সেধেছে। আহমেদাবাদে ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি নেই। গুজরাট সরকার করোনার তৃতীয় ঢেউয়ে এখনও জেরবার। তাই সরকার আলগা করতে পারেনি করোনা নিয়মনীতি। তাই ৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মাঠে নেই দর্শকদের প্রবেশাধিকার। তা নেই পরের দুটি ম্যাচেও।

করোনা প্রকোপের মধ্যে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি। মাত্র দুটি কেন্দ্রকে বেছে নিয়েছে বিসিসিআই। ওয়ান ডে সিরিজ হচ্ছে আহমেদাবাদে। এই কেন্দ্রটি বোর্ড সচিব জয় শাহের ‘হোম’। সেখানে ম্যাচে দর্শক নেই মাঠে। তাই কি বোর্ড সভাপতির ‘হোম’সিএবি-তেও একই নীতি?

আরও পড়ুন: India boycotts Beijing Olympics: বেজিংয়ে শীতকালীন অলিম্পিক্স বয়কট ভারতের

নাকি আবার বাংলা বঞ্চনার খেলা বহাল ক্রিকেট মাঠেও! বিজেপি-র সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক কর্তা অমিত শাহের ছেলে জয় শাহ বোর্ড সচিব। গুজরাট ক্রিকেট সংস্থাটি চলে বাবা-ছেলের নির্দেশে। অনেকের দাবি, বিসিসিআইও চলে এই সমীকরণে। আহমেদাবাদে সরকার বাংলার মতো করোনা সামাল দিতে পারেনি এখনও। সেখানে পৌঁছনোর পর একের পর এক ভারতীয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে পড়েছে। তাই বলা যায়, বাংলার কাছে এই লড়াইয়ে গুজরাট। বলা ভালো, মমতার প্রশাসনিক দক্ষতায় পিছিয়ে পড়েছে অমিত-জয়দের রাজ্য প্রশাসন।

ইডেনে তাই করোনা ছুতোয় দর্শক ঢোকা আটকে দিল জয় শাহের বোর্ড। আর বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে ঘোষণাটি করা হল!

ইডেনের গ্যালারিতে দর্শক নিয়ে ৩টি ম্যাচ আয়োজন করার সুযোগ কিন্তু ছিল ভারতীয় বোর্ডের সামনে। কারণ, ইতিমধ্যে রাজ্য সরকার (পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ৭৫ শতাংশ দর্শকাসন ভরানোর অনুমতি দিয়েছে। তবে করোনার সময় বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না। তাই অনুমতি থাকা সত্ত্বেও ইডেনে দর্শক ছাড়াই টি-২০ সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সিএবির বিভিন্ন কর্তা অনুমোদিত সংস্থাগুলির প্রতিনিধিরা ছাড়া ম্যাচের সময় ইডেনে ঢুকতে পারবেন না আর কেউই। সাধারণ দর্শকদের জন্য কোনও টিকিটের ব্যবস্থাই করা হচ্ছে না।

বোর্ড সভাপতি সৌরভ নাকি বলেছেন, ‘তিনটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বিসিসিআই ইডেনের গ্যালারিতে দর্শকদের প্রবেশের অনুমতি দিচ্ছি না। সাধারণ দর্শকদের জন্য কোনও টিকিটের ব্যবস্থা করা হচ্ছে না।’

বোর্ড সভাপতি আরও নাকি বলেছেন, ‘ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। এরকম একটা সময়ে মাঠে দর্শক ডেকে এনে ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না আমরা। সিএবি’র লাইফ মেম্বার সদস্য বা অন্যান্য সদস্যদের জন্যও গ্যালারিতে কোনও টিকিটের বন্দোবস্ত থাকছে না। যদিও রাজ্য সরকারের অনুমতি রয়েছে। তা সত্ত্বেও বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না।’

এখানেই প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হয়েছিল করোনার দ্বিতীয় পর্বে। পরিস্থিতি আরও কঠিন ছিল। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া-সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জুটি কিন্তু নিখুঁত পরিকল্পনা সাজিয়ে, বোর্ডের এসওপি মেনে ম্যাচ আয়োজন করেছিল। বোর্ড সভাপতিও সেই সেই পরিকল্পনার অঙ্গ ছিলেন। দর্শকদের নাগাল এড়িয়ে আন্য গেট দিয়ে টিম বাস মাঠের কাছে চলে গিয়েছিল।ক্রিকেটাররা বায়ো বাবলের মাঝে থেকে নিশ্চিন্তে ম্যাচটি খেলেছিল। এবারও তাই হতো। কিন্তু বোর্ড সভাপতি কী তাহলে ইডেনের ম্যাচ আয়োজন নিয়ে নিজের মত রাখতেই পারেননি? নাকি শাহ-রাজত্বে তাঁর দাদাগিরি টেকেনি?

কেন যেন মনে হচ্ছে এখন যদি বিশ্বনাথ দত্ত বা জগমোহন ডালমিয়া বোর্ড সভাপতি থাকতেন, এই ম্যাচ লড়ে যেতেন। যুক্তি কী হতো? এটা বলা যেত, রাজ্য সরকার বলছে এখানে পরিস্থিতি অনুকূল। তাহলে এখানে নয় কেন? আর গুজরাটতে তো আপনাদের সরকার প্রশাসনে বসে, তাদের বলুন ছাড় ঘোষণা করতে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তো জানিয়ে রেখেছে, এই সিদ্ধান্ত এবার নিতে হবে রাজ্যকে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পোর্টালে সব তথ্য আছে। সেখানে বাংলা টেক্কা দিয়েছে গুজরাটকে। আহমেদাবাদে মাঠ দর্শকশূন্য আর তারপর দেখা যাবে কলকাতায় ইডেনে দর্শকদের ভীড়! হজম করতে পারলো না বিজেপি-র দখলে থাকা বিসিসিআই?

ছবি: সৌ টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
আগামিকাল মুর্শিদাবাদে সেলিমের পরীক্ষা, ১৩ মে বহরমপুরে অধীরের
সোমবার, ৬ মে, ২০২৪
শাহের মুখে সন্দেশখালি আছে, নেই ভিডিও নিয়ে কোনও কথা
সোমবার, ৬ মে, ২০২৪
বেহাল সড়ক, প্রশাসনকে জানিয়েও হয়নি লাভ
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team