Placeholder canvas
কলকাতা শনিবার, ১৮ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Aajke | তৃণমূল, জাতীয় তকমা ভ্যানিস
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  কৃশানু ঘোষ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১০:১৪:৩২ পিএম
  • / ২৪৯ বার খবরটি পড়া হয়েছে
  • কৃশানু ঘোষ

নিত্যনতুন ফরমান জারি হয় এই মোদি রাজত্বে। তো গতকাল বারবেলা কেটে সন্ধে হব হব, সেই সময় জানা গেল তৃণমূলের জাতীয় দলের তকমা ভ্যানিস। তৃণমূলিরা দুঃখে কাতর হওয়ার আগেই খবর, সিপিআই, এনসিপিরও জাতীয় তকমা কেড়ে নেওয়া হয়েছে। কট্টর তৃণমূলি হাবুলদা একটু সামলে উঠে জিজ্ঞেস করল, এবার কী হবে? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে এবার শুধু তৃণমূল? মাধাই হালদার বিড়িতে একটা ঘন টান দিয়ে বলল, তাহলে কি এমপি নির্বাচনে দল লড়বেই না? কেলোদা শুনছিল সব, এতক্ষণ পরে সে বলল, ওসব কিচ্ছু নয়, যেমন ছিল তেমনই চলবে। হাবুল এবার তেড়িয়া, ইয়ারকি হচ্ছে নাকি, তাহলে সে তকমাটা ছিলই বা কেন? কেলোদা হাসল এবং চায়ের দোকান থেকে বাড়ির দিকে রওনা দিল, বললো, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, বুঝলি। পুরো চায়ের দোকান ঘেঁটে ঘ। আজ্ঞে হ্যাঁ সেই ফরমান, যে ফরমানে কেড়ে নেওয়া হল তৃণমূল, সিপিআই আর এনসিপির জাতীয় দলের তকমা, সেটাই বিষয় আজকে।    

দেশ স্বাধীন হল, সারা দেশ লড়েছে স্বাধীনতার জন্য, বা লড়েনি, ইংরেজদের পদলেহন করেছে, সে যাই করুক, সারা দেশ জুড়েই করেছে। কাজেই সেই চম্পারণ সত্যাগ্রহ বা বরদৌলির সত্যাগ্রহ বা লবণ আইন ভঙ্গ বা ৪২-এর ভারত ছাড়ো, কংগ্রেসের আন্দোলনে এসেছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের মানুষজন। হ্যাঁ, হাত মিলিয়েছিল হিন্দু মহাসভা ইংরেজ, কিন্তু হিন্দু মহাসভার সদস্যরা উত্তর ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারতে ছড়িয়ে ছিল, দক্ষিণেও যে একেবারে ছিল না তাও নয়। এবং কমিউনিস্ট পার্টি, দক্ষিণ, পশ্চিম, পূর্বে ছিল আর উত্তরে কানপুরে তো তার জন্ম। কাজেই কংগ্রেস কমিউনিস্ট বা হিন্দু মহাসভা বা পরে জনসঙ্ঘ জাতীয় রাজনীতি করতেই এসেছিল।

৪৯-এ দ্রাবিড় রাজনীতি নিয়ে ডিএমকে পথচলা শুরু করলেও ৬২ থেকে রাজ্য রাজনীতিতে ক্ষমতাবান হয়ে উঠতে থাকে। কিন্তু ওই তামিলনাড়ুর বাইরে তাদের রাজনীতি নিয়ে যাওয়ার প্রশ্ন ছিল না, এখনও নেই। ওদিকে দেশের প্রথম ধর্মভিত্তিক অকালি দল ১৯২০তে পথচলা শুরু করলেও রাজ্য রাজনীতিতে প্রথম ক্ষমতায় আসে ১৯৬৬তে। অকালি দলেরও রাজ্যের বাইরে ছড়ানোর কোনও প্রশ্ন ছিল না এখনও নেই। ওই ৬৬-তেই মুম্বইতে শিবসেনা তৈরি হল, যা রাজ্যের বাইরে ছড়িয়ে পড়ার তেমন কোনও চেষ্টাও করেনি, কারণ তাদের দলের অন্যতম শর্তই হয়ে ওঠে ‘মারাঠা মানুষ’। সেই অর্থে ওটাই ছিল প্রথম ভাষাভিত্তিক আঞ্চলিক দল, এরপরে বিএসপি, তারপরে জনতা দলের অসংখ্য টুকরো এবং ১৯৮২তে দক্ষিণে এনটি রামা রাওয়ের তেলুগু দেশম, ওড়িশাতে ১৯৯৭-এ বিজু জনতা দল, ৯৮-এ তৃণমূল দল, ২০০১-এ টিআরএস, এখন যা বিআরএস ভারত রাষ্ট্র সমিতি হয়েছে। আরও অনেক ছোট ছোট আঞ্চলিক দল আছে উত্তর পূর্বাঞ্চলে বা দেশের বিভিন্ন অংশে। আঞ্চলিক চাহিদা থেকেই এই সব দল গড়ে ওঠে, জাতীয় হয়ে ওঠার উপাদান এই দলগুলোতে ঐতিহাসিকভাবেই ছিল না, চেষ্টা হয়েছে বটে কিন্তু তা ফলপ্রসূ হয়নি। ব্যতিক্রম আপ, কারণ তার জন্ম কোনও রিজিওনাল অ্যাসপিরেশন, আঞ্চলিক চাহিদা থেকে নয় বরং দেশজোড়া দুর্নীতি বিরোধী আন্দোলন থেকেই জন্ম নিয়েছে আপ। কাজেই জাতীয় রাজনীতিকে মাথায় রেখে, সেই অর্থে সত্যি করেই যদি আমাদের দেশে কোনও জাতীয় দল থাকে তা হল কংগ্রেস এবং বিজেপি আর কিছুটা হলে আপ এবং সিপিএম। সিপিএম কেবল দল নয় তার ছাত্র, শ্রমিক বা কৃষক ইত্যাদি শাখা সংগঠনের অস্তিত্ব নিয়েও সারা দেশে অল্পবিস্তর ছড়িয়ে আছে। আপ-এর সেসব কিছুই নেই কিন্তু কংগ্রেসের ক্ষয়িষ্ণু অবস্থান তাদের উত্থানের কারণ, এখনও অবধি সেটাই সত্যি। এটাও একটা প্রশ্ন যে এই জাতীয় দলের তকমা, কোনটা রাজ্যের দল, কোনটা জাতীয় দল, এসব নিয়ে কি মানুষ খুব একটা মাথা ঘামায়, মানুষের কি কিছু এসে যায়?

দেশের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান সংসদ, সেখানে এই বাংলার তৃণমূলের দুই সদন মিলিয়ে ৩৬ জন সাংসদ, রাজ্যে ২২৬ জন বিধায়ক। তামিলনাড়ুতে ডিএমকের ৩৪ জন সাংসদ, ১৩৩ জন বিধায়ক। অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআরসিপি, জগন রেড্ডির দলের ৩১ জন সাংসদ, ১৪৭ জন বিধায়ক। তেলঙ্গনায় ভারত রাষ্ট্র সমিতির ১৬ জন সাংসদ, ১০৩ জন বিধায়ক অথচ। এরা জাতীয় দল নয়। এই ফরমান আমাদের ফেডেরাল স্ট্রাকচারের সঙ্গে কি খাপ খায়? তার মানে এক রাজ্যের মানুষের পছন্দের এক দল জাতীয় রাজনীতির ঘোষিত প্রতিনিধি হতে পারবে না? তুলনায় তার চেয়ে অনেক কম শক্তিশালী অন্য কোনও দল কেবল সংখ্যাতত্ত্বের নিরিখে জাতীয় দল হবে? ১৯৬৮ সালে আমাদের এই জাতীয় দলের প্রয়োজনীয় সংখ্যা বা ভিত্তির ঘোষণা হয়েছিল। তারপর থেকে দেশ অনেক বদলেছে, আজ দেশের প্রায় প্রত্যেক প্রান্তে আঞ্চলিক চাহিদা নতুন দলের জন্ম দিচ্ছে, তারা মানুষের সমর্থনও পাচ্ছে, তাদেরকে সংখ্যাতত্ত্বের নিরিখে খাটো করে দেখানো হলে তা আমাদের যুক্তরাষ্ট্রীয় ধারণাকে কখনই সুদৃঢ় করবে না। তকমা কার কাড়া হল, সেটা বড় কথা নয়, কেন কাড়া হল, সেটা একটা নতুন সমস্যার জন্ম দেবে না তো? আপনারা কী বলেন? মতামত দিন দেখতে থাকুন ‘আজকে’।

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
আগামিকাল মুর্শিদাবাদে সেলিমের পরীক্ষা, ১৩ মে বহরমপুরে অধীরের
সোমবার, ৬ মে, ২০২৪
শাহের মুখে সন্দেশখালি আছে, নেই ভিডিও নিয়ে কোনও কথা
সোমবার, ৬ মে, ২০২৪
বেহাল সড়ক, প্রশাসনকে জানিয়েও হয়নি লাভ
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team