Placeholder canvas
কলকাতা শনিবার, ১৮ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Calcutta High Court | মুকুলের দলবদল নিয়ে ফের হাইকোর্টে শুভেন্দু 
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  সৌমী ঘোষ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ০৫:১৫:৫০ পিএম
  • / ১৫৫ বার খবরটি পড়া হয়েছে
  • সৌমী ঘোষ

কলকাতা: মুকুল রায় (Mukul Roy) বিজেপিতে (BJP)  না তৃণমূলে (TMC), তা নিয়ে ফের কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর আগে দুই তরফের শুনানির পর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) রায় দিয়েছিলেন, মুকুল রায় বিজেপির বিধায়ক। তিনি তৃণমূলে যোগ দিয়েছেন, এমন কোনও প্রমাণ বিরোধী দল বিজেপি দেখাতে পারেনি। স্পিকারের সেই রায়কে চ্যালেঞ্জ করেই শুভেন্দু কলকাতা হাইকোর্টে আবারও মামলা করলেন। 

এদিন তিনি সাংবাদিকদের বলেন, মুকুল রায়কে নিয়ে স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে আমরা কলকাতা হাইকোর্টে আজকে একটি মামলা দায়ের করেছি। যাতে একটি বেঞ্চে শুনানি হয়ে এর দ্রুত নিষ্পত্তি হয়, সেই আর্জিও জানিয়েছি। সংবিধানের দশম কাউন্সিলের নিয়ম কার্যকর করেন না এই বিধানসভার অধ্যক্ষ।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ১১ জুন তৃণমূল ভবনে  আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমুলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে গলায় উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানিয়েছিলেন। তবে মুকুলকে তৃণমূলের পতাকা ধরানো হয়নি। ওই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মুকুল আবার মূল স্রোতে ফিরে এল। 

বিধানসভা ভোটের পর থেকে মুকুলের মতো এরকম প্রায় ১০ বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেন। বিজেপি পরিষদীয় দলের তরফে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী এই বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় স্পিকারের কাছে। বিজেপি মুকুলের সদস্যপদ খারিজের দাবিতে আদালতেরও দ্বারস্থ হয়। হাইকোর্ট হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন স্পিকারকেই। এর কিছু আগেই মুকুলকে বিধানসভারর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়। তাতেও আপত্তি তোলে বিজেপি। সাধারণত লোকসভা, বিধানসভা কিংবা পুরসভায় এই কমিটির চেয়ারম্যান পদে থাকেন বিরোধী দলের সদস্যই।এটাই সংসদীয় রীতি। রাজ্য বিধানসভার ক্ষেত্রে সেই রীতিও লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ। 

বিধানসভায় স্পিকার মুকুলের সদস্যপদ সংক্রান্ত বিষয় নিয়ে দফায় দফায় শুনানি করেন। শুভেন্দু এবং মুকুলের আইনজীবীদের বক্তব্যও শোনা হয়। অবশেষে স্পিকার রায় দেন, মুকুল বিজেপিতেই আছেন। তিনি তৃণমূলে যোগ দেননি।

সোমবার এই ইস্যুতেই বিরোধী দলনেতা শুভেন্দু কয়েকজন বিজেপি বিধায়ককে নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন। তাঁর দাবি, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে দলত্যাগবিরোধী আইন মোতাবেক দলবদলু বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরে তিনি সাংবাদিকদের বলেন, পাঁচ বিধায়কের নামে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও স্পিকার কোনও ব্যবস্থা নিচ্ছেন না। শুভেন্দুর দাবি, অধ্যক্ষ তাঁদের জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার কথা রুলবুকের কোথাও লেখা নেই। রাজভবনেও তো দিনের পর দিন বহু বিল আটকে থাকে। 

শুভেন্দু স্পিকারকে বলেন, আমি রাজ্যপালের প্রতিনিধি নই। আপনার কাছে অনুরোধ, অভিযুক্ত বিধায়করা কোন দলে আছে, তা আপনি দ্রুৎ জানিয়ে দিন। স্পিকার কোনও সিদ্ধান্ত না নিলে এরপর বিজেপি বিধায়করা মিছিল করে স্পিকারের ঘরে আসবেন। প্রয়োজনে ধরনা বা অনশেনেও বসতে পারেন তিনি।  

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
আগামিকাল মুর্শিদাবাদে সেলিমের পরীক্ষা, ১৩ মে বহরমপুরে অধীরের
সোমবার, ৬ মে, ২০২৪
শাহের মুখে সন্দেশখালি আছে, নেই ভিডিও নিয়ে কোনও কথা
সোমবার, ৬ মে, ২০২৪
বেহাল সড়ক, প্রশাসনকে জানিয়েও হয়নি লাভ
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team