Placeholder canvas
কলকাতা বুধবার, ০৮ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Fourth Pillar | ধর্ষণ, লুঠ, খুন— জ্বলছে ডাবল ইঞ্জিনের মণিপুর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  কৃশানু ঘোষ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১০:২০:০০ পিএম
  • / ৩৪২ বার খবরটি পড়া হয়েছে
  • কৃশানু ঘোষ

ডাবল ইঞ্জিন হোনে কা সুবিধা বুঝিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজে, স্বরাষ্ট্রমন্ত্রীও সে ডাবল ইঞ্জিনের গুণকীর্তন করেছেন নির্বাচনী সভায়। ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়েছে মণিপুরে। আজ সেই মণিপুরের ছবি সবাই দেখছেন, সবাই জানেন। ভারতবাসীর এবং মণিপুরের মানুষজনের পিতৃপুরুষের অনেক ভাগ্য যে ৭৮ দিন পরে দেশের প্রধানমন্ত্রী অবশেষে মন কি বাত ছেড়ে মণিপুরের কথা বলেছেন, এতদিন ভগবান ঘুমিয়েছিলেন, এতদিনে তিনি লজ্জা পেয়েছেন। আপাতত ভারতবাসীর প্রাপ্তি হল প্রধানমন্ত্রীর লজ্জা, যিনি বেটি বাঁচাও বেটি পড়াও-এর বাওয়াল দেন তিনি মণিপুরের ৬ রমণীকে উলঙ্গ করে প্যারেড করানোর ঘটনায় লজ্জা পাওয়া, ব্যস। ঘটনা ঘটেছে কবে? ৪ মে। এফআইআর কবে হয়েছে? ১৮ মে জিরো এফআইআর, মানে যেখানে সেই ধর্ষিতা মহিলা ছিলেন, সেই থানাতে এফআইআর করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানছেন কবে? যখন এই ভিডিও দু’দিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল, তখন। দেশের চৌকিদার জানছেন কবে? ১৯ জুলাই সন্ধ্যায়, এবং মণিপুরের এই জাতিদাঙ্গা শুরু হওয়ার ৭৮ দিন পরে এই ঘটনা তেনার চরম দুঃখজনক মনে হয়েছে, এবং তিনি জানিয়েছেন যে তিনি লজ্জা পেয়েছেন। ওদিকে এই মহিলাদের পরিবারের সদস্যদের খুন করা হয়েছে, এই মহিলাদের ধর্ষণ করা হয়েছে, নগ্ন করে হাঁটানো হয়েছে, তার ভিডিও করা হয়েছে ৪ মে, এফআইআর হল ১৮ মে, কিন্তু সমাজমাধ্যমে সেই ছবি আসার পরে গ্রেফতার করা হয়েছে দু’জনকে গতকাল, ২০ জুলাই। ডাবল ইঞ্জিনের সরকারের পাক্কা দু’ মাস লাগল এই ঘটনার পরে দুজনকে গ্রেফতার করতে, যদিও মাথারা গ্রেফতার হয়নি বলেই জানা গেছে। গ্রাম থেকে ৬ জন মহিলাকে নিয়ে আসা, অত্যাচার করা, নগ্ন প্যারেড করানো ইত্যাদি তো দুজন মিলে করেনি, অনেকেই ছিল। কেন এই দেরি? আমাদের চমকে দিয়ে মণিপুরের ডাবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এইরকম শ’ খানেক ঘটনা ঘটেছে, সেগুলো তদন্ত করতে সময় লাগছে। এখানে উনি স্পষ্ট মিথ্যে বলছেন, তা পরিষ্কার। 

প্রথম কথা হল এই রকম ধর্ষণ, মহিলাদের নগ্ন করে প্যারেড করানোর আরও বহু, ওনার ভাষায় শ’ খানেকের বেশি ঘটনা ঘটেছে, তা উনি আগে কেন জানাননি? দুই, যেদিন এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল, তারপরেই দুজনকে গ্রেফতার করা গেল? তার আগে তাদের পাওয়া গেল না কেন? এবং ওই কুকি মহিলাদের অভিযোগ, আসল দোষীদের আড়াল করা চেষ্টা চলছে। এই ধর্ষণের ঘটনা বা এই নগ্ন করে প্যারেড করার ঘটনা ঘটল কেন? তার পরিপ্রেক্ষিতটা দেখে নেওয়া যাক। মণিপুরে এই জাতিদাঙ্গার ইন্ধন দিয়েছে বিজেপির বীরেন্দ্র সিংয়ের সরকার। মাথায় রাখুন এই মেইতেরা হলেন হিন্দু আর কুকিরা খ্রিস্টান, এদের মধ্যে হিন্দু মেইতেদের সংখ্যা অনেক বেশি, এদের ভোট পুরোটা পাওয়ার জন্য সরকারে বসেই বিভাজনের কাজ শুরু করেছিল বিজেপির সরকার। সেই চেষ্টার ফল ধরেছে, জ্বলছে মণিপুর, ৭৯ দিন হয়ে গেল জাতিদাঙ্গা বন্ধ করা যায়নি, কুকিরা পালিয়েছেন সমতল ভূমির গ্রাম ছেড়ে, তাদের চার্চ ভাঙা হয়েছে। অন্যদিকে পার্বত্য অঞ্চলে থাকা মেইতেদের পলায়ন সমতল ভূমির দিকে। ৭৯-৮০ দিন হতে চলল এখনও সরকার হাত গুটিয়ে বসে আছে আর প্রধানমন্ত্রী বিদেশ ঘুরে আসার পর এই নারকীয় ছবি দেখে লজ্জিত। 

আরও পড়ুন: Fourth Pillar | খেলেগা ইন্ডিয়া, জিতেগা ভারত 

আচ্ছা এই চূড়াচাঁদমণিপুরের হত্যা আর ধর্ষণের ঘটনা শুনে, ছবি দেখে আপনার বিলকিস বানোর কথা মনে পড়ছে না? ঘটনা কিন্তু হুবহু এক। ওখানে গোধরার ঘটনা ঘটল, সারা রাজ্যে ছড়িয়ে গেল খবর যে মুসলমানেরা আগুন দিয়েছে ট্রেনে। তারপর ওই গোধরা থেকে পালানো বিলকিস বানোর পরিবারের ৫ জন পুরুষকে খুন করা হল, বিলকিস বানোকে ধর্ষণ করা হল, পুলিশ এফআইআর নিল না, বেশ কিছুদিন পরে অন্য থানায় যদি বা এফআইআর নেওয়া হল, গ্রেফতার হল না। এ খবর ছড়াল, কিছু সংগঠন আদালতে গেল, তারপরে গ্রেফতার হল। চূড়াচাঁদমণিপুরের ঘটনা বিলকিস বানোর ঘটনার প্রতিচ্ছবি। এখানেও রটে গেল বা রটানো হল যে মেইতে রমণীদের ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, বহু পুরনো দিল্লির আয়ুষী হত্যার এক ছবি সেখানে ভাইরাল হল, বা ভাইরাল করানো হল। তারপর ৪ মে গ্রামে ঢুকে কুকি উপজাতির এই পরিবারের পুরুষ সদস্যদের খুন করা হল, মহিলাদের ধর্ষণ করা হল এবং নগ্ন করে প্যারেড করানো হল। পুলিশ এফআইআর নিল না, পুলিশ ঘটনাস্থলে এল না। মহিলা দুজন চূড়াচাঁদমণির আশ্রয় কেন্দ্রে কিছু সমাজসেবী সংগঠনকে জানানোর পরে এফআইআর দায়ের করা হয় ১৮ মে। তারও অনেক পরে মাত্র গতকাল রাজ্য প্রশাসন, পুলিশের ঘুম ভাঙে, ওই নগ্ন করে প্যারেড করানোর ছবি ভাইরাল হয়ে যাওয়ার পরে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সম্ভবত আরও কিছু মানুষকে গ্রেফতার করা হবে, আশা করাই যায় তাদের শাস্তি হবে এবং কিছুদিন পরে শাস্তি কমিয়ে তাদের জেল থেকে ছাড়া হবে, বাইরে তাদেরকে অভ্যর্থনা জানাবেন বিজেপি এমএলএ, গাঁদা ফুলের মালা পরানো হবে, মিষ্টি খাওয়ানো হবে, যেমনটা খাওয়ানো হয়েছিল বিলকিস বানো মামলার জেল থেকে আগাম ছাড়া পাওয়া অপরাধীদের। এই বিজেপির এক নেতার ছেলে হাথরসে এক দলিত মহিলাকে ধর্ষণ করার পরে খুন করার চেষ্টা করে, মেয়েটি মারাও যায়, সেই ধর্ষক ছেলেটিকে নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল বের হয়। সেই ছেলেটির বাবা সভা ডাকেন সেখানে বিজেপির নেতা কর্মীরা জড়ো হয়ে কোনও রকম পুলিশি ব্যবস্থার বিরোধিতা করেন। বাবা রাম রহিম, খুন ধর্ষণে অভিযুক্ত কেবল নয় সাজাপ্রাপ্ত, কিন্তু সেই বাবাজি মাঝেমধ্যেই জেল থেকে বের হচ্ছেন, ভক্তদের জমায়েতে ভাষণ দিচ্ছেন, মাত্র গতকাল তিনি আবার এক মাসের প্যারোলে ছাড়া পেয়েছেন। 

এটাই বিজেপি, যাদের কাছে ধর্ষণ কোনও বিষয়ই নয়, বরং ধর্ষণ এক রাজনৈতিক অস্ত্র। হ্যাঁ, চমকে উঠবেন না, এনাদের গুরুদেব দামোদরদাস সাভারকর কী লিখেছে একটু পড়ে শোনাই, “Suppose if from the earliest Muslim invasions of India, the Hindus also, whenever they were victors on the battlefields, had decided to pay the Muslim fair sex in the same coin or punished them in some other ways, i.e., by conversion even with force, and then absorbed them in their fold, then? Then with this horrible apprehension at their heart they would have desisted from their evil designs against any Hindu lady.”  উনি বলছেন যে আগে মুসলমান আক্রমণের সময় হিন্দু রমণীদের যে ধর্ষণ বা হারেমে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করা হয়েছিল, হিন্দু জয়ী রাজারাও যদি ওই একই পদ্ধতিতে জবাব দিতেন, মানে ধর্ষণ করতেন বা জোর করে বিয়ে করতেন তাহলে ওই মুসলমান আক্রমণকারীরা ভয় পেত। কোন প্রসঙ্গে উনি এই কথা বলছেন? তিনি দুটো ঘটনার উল্লেখ করেছেন, প্রথমটা হল শিবাজির, তিনি কল্যাণ আক্রমণ করেন, কল্যাণের শাসক পরাজিত হয় এবং পালিয়ে যায়, সেই শাসকের পূত্রবধুকে শিবাজী স্বমর্যাদায় ফিরিয়ে দিয়েছিলেন তাঁর আত্মীয়দের কাছে। অন্য ঘটনা হল পেশোয়া চিমাজি আপ্পার ঘটনা, চিমাজি আপ্পা আক্রমণ করেছিলেন পর্তুগিজ শাসিত বাসিন, শাসক হেরে যায়, পালিয়ে যায়, তাঁর ঘরের মহিলাদের সসন্মানে তাঁদের আত্মীয়দের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সাভারকর এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন, তিনি মনে করেন ধর্ষণ আসলে এক রাজনৈতিক অস্ত্র, মুসলমান বা খ্রিস্টানদের বিরুদ্ধে জয়ী রাজাদের এই অস্ত্র ব্যবহার করা উচিত ছিল। এবং এটাই বিজেপির আদর্শ, ওই বেটি পড়াও, বেটি বাঁচাও কেবলমাত্র কথার কথা। দেশের হয়ে যারা সোনা রুপো এনেছেন তাঁরা সমস্বরে জানালেন তাঁদের যৌন নির্যাতন করা হচ্ছে, তাঁরা জানালেন এই কাজ করছেন বিজেপির এক বাহুবলী এমপি, ব্রিজভূষণ শরণ সিং, কী হল? প্রথমে এফআইআর নেওয়া হচ্ছিল না,। সেই খেলোয়াড়েরা দিল্লির রাস্তায় ধরনায় বসলেন, তাঁদের মেরে তুলে দেওয়া হল, বহু পরে এফআইআর হল, একজন নাবালিকাও ছিলেন অভিযোগকারীর তালিকায়, তিনি কিছুদিন পরে তাঁর অভিযোগ ফিরিয়ে নিলেন। এরপর তিনি ইন্টেরিম বেল পেলেন আর গতকাল তাঁর সহাস্য মুখের ছবি আমরা দেখেছি, আদালত তাঁকে জামিন দিয়েছে। এই হল বিজেপির শাসন, এবং এটাই তো স্বাভাবিক। যে দেশের প্রধানমন্ত্রী নিজের বিয়ের কথা চেপে যান, যিনি তাঁর বিবাহিত স্ত্রীর সঙ্গে থাকেন না কোনও কারণ ছাড়াই, যিনি তাঁর বিবাহিত স্ত্রীকে সন্মান দেন না, তাঁর এই ঘটনায় লজ্জা পাওয়া কুমিরের কান্না, ক্রোকোডাইল টিয়ারস-এর চেয়ে কিছু বেশি নয়। কতটা নির্লজ্জ হলে মণিপুরের এই নৃশংস এই নারকীয় ঘটনার নিন্দে করতে গিয়ে রাজস্থান, ছত্তিশগড়ের কথা বলা যায়, নরেন্দ্র মোদি সেই কথাটাও বললেন। এবং আরও বড় কথা মণিপুর জ্বলছে, এক তৈরি করা দাঙ্গায়, এক ভোট বাড়ানোর ষড়যন্ত্রের আগুনে, লজ্জার কথা, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মণিপুরের মুখ্যমন্ত্রী সেই ষড়যন্ত্রের অংশ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
আগামিকাল মুর্শিদাবাদে সেলিমের পরীক্ষা, ১৩ মে বহরমপুরে অধীরের
সোমবার, ৬ মে, ২০২৪
শাহের মুখে সন্দেশখালি আছে, নেই ভিডিও নিয়ে কোনও কথা
সোমবার, ৬ মে, ২০২৪
বেহাল সড়ক, প্রশাসনকে জানিয়েও হয়নি লাভ
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team