Placeholder canvas
কলকাতা শনিবার, ১৮ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Fourth Pillar | দ্য কেরালা স্টোরি, আবার এক ডাহা মিথ্যে বিষ ছড়ানো সিনেমা   
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  কৃশানু ঘোষ
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩, ১০:২০:০০ পিএম
  • / ৫০০ বার খবরটি পড়া হয়েছে
  • কৃশানু ঘোষ

সিনেমা রিলিজের আগে একটা ট্রেলার রিলিজ হয়, এটা সাধারণ নিয়ম। ট্রেলারে যা দেখানো হচ্ছে তার পরেও এক ডেসক্রিপশন দেওয়া থাকে, মানে সিনেমাটা কী নিয়ে, পরিচালক, প্রযোজক, অভিনেতাদের নাম ইত্যাদি দেওয়া থাকে। দ্য কেরালা স্টোরির ট্রেলার বেরিয়েছে বেশ কিছুদিন আগে। শালিনী উন্নিকৃষ্ণন, এক হিন্দু মেয়ের গল্প। হ্যাঁ, ঠিক এটা বলেই শুরু হচ্ছে সিনেমার ট্রেলার। তারপরে তাকে এবং তার তিনজন বন্ধুকে কীভাবে ধর্মান্তরিত করা হল, কীভাবে দেশের মধ্যেই কিছু মুসলমান টেররিস্ট এই ধর্মান্তরকরণের কাজ চালাচ্ছে তা দেখানো হল। এরপর শালিনী ওরফে ফাতেমা আর তার বন্ধুদের পাঠানো হল আইসিস-এর কাছে, সেখানে তাদের হাতে তুলে দেওয়া হল একে ফর্টি সেভেন। গল্প এগিয়েছে, একজন আত্মহত্যা করেছে, একজন আফগানিস্তানেই জেলে আছে, একজন ধরা পড়েছে ভারতীয় সেনার হাতে, সে পুরো গল্পটা বলছে। 

ট্রেলারেই বলা হল যে একজন মন্ত্রী নাকি বলেছে, কেরল আর ২০ বছরের মধ্যে এক ইসলামিক রাজ্য হয়ে যাবে, কেরলে আপাতত ৫৪.৭৩ শতাংশ হিন্দু আছেন, মুসলমান আছেন ২৬.৫৬ শতাংশ, ক্রিস্টান আছেন ১৮.৩৮ শতাংশ। ১৯৫১ সালের জনগণনা বলছে, মুসলমান জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ২৬ শতাংশ, ১৯৭১-এ ৩৭.৩৯ শতাংশ। এরপর থেকে জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবেই কমতে থাকে। ২০১১-তে মুসলমান জনসংখ্যার বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ১২.৮৪ শতাংশ। এখন জনগণনা হলে তা সম্ভবত ৯–৯.৫ শতাংশের মধ্যে থাকবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। তাতে কী? সিনেমায় বলা হল, এবার পাড়ায় পাড়ায় বলা হবে, কেরল মুসলিম রাজ্য হয়ে যাবে, কাজেই ইউনাইট দ্য হিন্দুজ অফ কেরালা, কেরলের হিন্দুরা এক হও, বিজেপি ভোট পাবে। এ নিয়ে আবার কথা বলব, আপাতত দ্য কেরালা স্টোরির ট্রেলার নিয়ে। 

এবার দেখুন দ্য কেরালা স্টোরি সিনেমার ট্রেলারের ডেসক্রিপশন বক্স। যেদিন ট্রেলার বাজারে ছড়ানো হল তারও বেশ কিছুদিন পরে কারণ ততদিনে এই ট্রেলার দেখে ফেলেছেন ১৩ লক্ষ ২৪ হাজার ৫৯১ জন। ডেসক্রিপশনে লেখা আছে— Heartbreaking and gut-wrenching stories of 32000 females in Kerala! Coming Soon! মানে হল এমন ৩২ হাজার কেরলের মেয়েদের গল্প যা শুনলে মন ভেঙে যাবে, গা গুলিয়ে উঠবে। ৩২ হাজার মেয়ে, ট্রেলারে শুরুতেই আছে বোরখা পরা তরুণীদের মুখ, বলাই হয়েছে ট্রেলারে যে তাদের ধর্মান্তরণ করা হয়েছে। মূল প্রোটাগনিস্ট মহিলা শালিনী উন্নিকৃষ্ণন ওরফে ফাতেমা ট্রেলারে বলছেন, আমি একা নই, আমার মতো আরও হাজার হাজার মহিলা আছেন, আর ট্রেলারের শেষে স্পষ্ট করে লিখেই দেওয়া হয়েছে যে দ্য কেরালা স্টোরি ওই ছোট্ট রাজ্য কেরলের ৩২ হাজার তরুণীর গল্প যা শুনলে মন ভেঙে যাবে, গা গুলিয়ে উঠবে। এবার পরিচালক, ঘটনাচক্রে তিনি বাঙালি এবং আরও ঘটনাচক্রে তাঁর নাম সুদীপ্ত সেন, যে নাম শুনলেই আপামর বাঙালির মনে পড়ে যাবেই এক ফেরেব্বাজের গল্প। না, ইনি তিনি নন কিন্তু এরপর যা করা হল তা ফেরেব্বাজির চেয়ে কিছু কম নয়। এই ট্রেলার আর ৩২ হাজার কেরল-কন্যার সংখ্যা বাজারে আসার পরেই বিভিন্ন মহল থেকে ছানবিন শুরু হতে থাকে। ৩২ হাজার সংখ্যাটা তো কম নয়, রাজ্যে পুলিশ প্রশাসন আছে এবং তা যোগী মোদি প্রশাসনের চেয়ে ঢের ভালো। পুলিশের খবর এল, তাদের কাছে এমন হারিয়ে যাওয়ার গোটা দশেক খবর পাওয়া গেল। ৩২ হাজার হিন্দু এবং খ্রিস্টান ধর্মান্তরিত হলে তার কিছু খবর তো থাকবে, না এরকম কোনও খবর পাওয়া গেল না। অতএব ৩২ হাজারের জবাব চাওয়া হল, কীসের ভিত্তিতে এমন দাবি করা হচ্ছে তা জানতে চাওয়া হল। ট্রেলার যখন ১৮ লক্ষ ৫০ হাজার মানুষ দেখেছেন, তখন কহানিমে নয়া টুইস্ট। এবার ডেসক্রিপশন বক্স থেকে ওই ৩২ হাজারের গল্প সরিয়ে নেওয়া হল। এবার লেখা হল— A spine-chilling, never told before true story— revealing a dangerous conspiracy that has been hatched against India. The Kerala Story is a compilation of the true stories of three young girls from different parts of Kerala Coming Soon! 

আরও পড়ুন: Fourth Pillar | রোটি কপড়া আউর মকান   

আসিতেছে, আসিতেছে, শিরদাঁড়া কাঁপিয়ে দেওয়ার মতো গল্প, যে গল্প আগে বলা হয়নি কখনও, ভারতবর্ষের মধ্যেই ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল ভারতবর্ষের বিরুদ্ধেই, তার গল্প। কেরলের তিন জায়গা থেকে তিন কন্যার সত্যি গল্প। মানে ৩২ হাজার থেকে গল্পের গরু মাঠে নেমে এল, তিন কন্যার গল্পতে। কিন্তু ততদিনে বিষ ছড়িয়েছে, কেরালায় ৩২ হাজার ধর্মান্তরণ হয়েছে। এ খবর পৌঁছে গিয়েছে হুগলির প্রত্যন্ত গ্রামে, ক্যানিং গোসাবা বা বারাসতে ছড়িয়ে গেছে মারাত্মক বিষ, ছড়ালেন এক বাঙালি সন্তান সুদীপ্ত সেন। একটু অন্যদিক থেকেও ভাবা যাক, কেরলের অসংখ্য মহিলা, পুরুষ দেশের বিভিন্ন প্রান্তে শুধু নয় বিশ্বের প্রায় সব প্রান্তে ছড়িয়ে আছেন, সেখানে কী মেসেজ পৌঁছবে? কেরল থেকে আসা অসংখ্য নার্স আমাদের রাজ্যেও কাজ করছেন, তাঁদেরও অনেকে মুসলমান, সেখানে কী মেসেজ পৌঁছবে? কেরল আমাদের দেশের নয় বিশ্বের বহু মানুষের কাছে এক উল্লেখযোগ্য পর্যটনক্ষেত্র। এই ছবি দেখার পরে, মানে যে রাজ্যের ৩২ হাজার মহিলা আইসিস জয়েন করেছে এই প্রচার হওয়ার পরে ক’জন বিদেশি এই রাজ্যে আসবেন? কেন আসবেন? সিনেমায় একটা কাটা দেহ পড়ে থাকলে যে সেন্সর বোর্ডের দেখার কথা, অধুনা যার নাম হয়েছে সার্টিফিকেশন বোর্ড, সেই বোর্ড অ্যাডাল্ট ছাপ দিয়েছে এই ছবিতে। কেরল সরকার ছবির ওপর ব্যান চেয়েছে, তাতে কীই বা এসে যায়, কিছুদিন পরে এ ছবি ওটিটিতে রিলিজ হবে। হলে গিয়ে দেখারও দরকার নেই, ঘরে ঘরে ছড়িয়ে যাবে এই বিষবাষ্প। আর সার্টিফিকেশন বোর্ড ছাড় দিয়েছে বলেই সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছেন, এ নিয়ে তাদের এখনই কিছু করার প্রয়োজন তাঁরা মনে করছেন না। 

ধরে নিলাম কেরল অত্যন্ত শিক্ষিত মানুষের রাজ্য, শিক্ষিতের সংখ্যা প্রায় ৯৪ শতাংশ, মানুষ অত্যন্ত বিচক্ষণ, এই প্রোপাগান্ডাকে তাঁরা পাত্তাও দেবেন না। যদিও প্রশ্ন থেকেই যাবে যে এই সিনেমাতে বলা সেই মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে, এটা তো সত্যি যে সিপিআইএম পলিটব্যুরো নেতা এবং মুখ্যমন্ত্রী ভি এস অচ্যূতানন্দন ২০১০ সালে বলেছিলেন “They (the ruling party) want to turn Kerala into a Muslim-majority state in 20 years. They are using money and other inducements to convert people to Islam. They even marry women from outside their community in order to increase the Muslim population.” বলেছিল সেই সময়ের শাসকদল, মানে কংগ্রেস কেরলকে মুসলমান রাজ্য করে তোলার জন্য ক্ষমতা আর অর্থ ব্যবহার করছে, তারা অমুসলমানদের বিয়ে করে মুসলমান জনসংখ্যা বাড়ানোর কাজ চালাচ্ছে। হ্যাঁ, এটা সিপিএম পলিটব্যুরো নেতার কথা, ফুঁ দিয়ে এই তথ্য ওড়ানোর আগে জেনে নিন অন্যান্য অনেক পত্রপত্রিকা সমেত দেশের অত্যন্ত উল্লেখযোগ্য ম্যাগাজিন Economic and Political Weekly, Vol. 45-এ এই তথ্য পাবেন। কাজেই এ এক গুলিয়ে দেওয়া সময়, অর্ধসত্যকে ১০০ শতাংশ সত্য বলে চালিয়ে দেওয়ার সময়। এইভাবেই পদ্মাবত তৈরি হয়, এইভাবেই টিপু সুলতানের ইতিহাস বিকৃত করে নাটক রম রম করে চলে, এক বাঙালি পরিচালক রাষ্ট্রনায়ক সুভাষচন্দ্র বসুকে এক ন্যালাখ্যাপা আধপাগলা সাজিয়ে সিনেমা করেন। কাশ্মীর ফাইলস-এর নামে কাশ্মীরের সত্যি ইতিহাসটাকে মাটির নীচে পুঁতে ফেলার চেষ্টা চলে এবং এখন আরও সরাসরি এক নোংরা অপপ্রচার নিয়ে হাজির এক মিথ্যে উপাখ্যান, যা ইতিমধ্যেই তার দাবি ৩২ হাজার থেকে নেমে তিনজনে নেমেছে। কেন এমনটা হচ্ছে? ছবি হল, বিতর্ক হল, নেতাজিকে ন্যালাখ্যাপা বানিয়ে ছবি হল, কাশ্মীরি ফাইলস-এ টন টন মিথ্যে বলা হল, তাসখন্দ ফাইলসে সত্যিটা কেবল লালবাহাদুর শাস্ত্রীর তাসখন্দ এ মৃত্যু, ব্যস। এগুলো প্রত্যেকটাই বাজারে চলেছে, পরিচালক প্রোডিউসার টাকা পেয়েছে, ব্যস এই পর্যন্তই? না, এগুলো সবই এক বিরাট প্রচার অভিযানের অংশ মাত্র, দেশের ইতিহাসকে অন্যভাবে লেখার এক চেষ্টাই আসল উদ্দেশ্য, যারা গান্ধী হত্যা করেছিল, যারা ব্রিটিশদের দালালি করেছিল তাদেরই নোংরা প্রচারাভিযানের এক অংশ হল এই সিনেমা তৈরি, বিতর্ক তোলা এবং হয় ধর্মীয় মেরুকরণের কথা বলা, না হলে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করা কারণ সেই স্বাধীনতা সংগ্রামে আরএসএস-বিজেপি ছিল বিশ্বাসঘাতকের ভূমিকায়, দালালের ভূমিকায়। তাহলে উপায়? ব্যান করা? সিনেমা না দেখতে বলা? আদালতকে দিয়ে ছবি রিলিজ না হতে দেওয়া? কোনওটাই নয়, এগুলো করলে তার ফলাফল উল্টো হতে বাধ্য। প্রয়োজন এর উল্টো মতাদর্শের ছবি মানুষের সামনে আনা, ধর্মীয় সহিষ্ণুতার ছবি তুলে ধরা, দেশের স্বাধীনতার আসল ছবিটা মানুষের সামনে তুলে ধরা। তা না হলে দ্য কেরালা স্টোরির পরে দ্য বেঙ্গল স্টোরির জন্য তৈরি হন, দ্য আসাম ফাইলস আসবে, দ্য গোধরা ফাইলস দেখে দেশের মানুষ কাঁদবে, এক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে খ্যাপা ষাঁড়ের মতো ঘুরবে ধর্মান্ধ কিছু মানুষ, তাদের পরিকল্পনা সাকার করে কামিয়ে নেবেন কিছু পরিচালক, দেশের মানুষ আর দেশ উপেক্ষিত হয়ে পড়ে থাকবে মানচিত্রে আর জনগণনায়।

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
আগামিকাল মুর্শিদাবাদে সেলিমের পরীক্ষা, ১৩ মে বহরমপুরে অধীরের
সোমবার, ৬ মে, ২০২৪
শাহের মুখে সন্দেশখালি আছে, নেই ভিডিও নিয়ে কোনও কথা
সোমবার, ৬ মে, ২০২৪
বেহাল সড়ক, প্রশাসনকে জানিয়েও হয়নি লাভ
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team