কলকাতা : ‘বিচারব্যবস্থার উপর চাপ তৈরি করছে রাজ্য সরকার। চাপ তৈরি করে প্রতিহিংসার পরিচয় দিচ্ছে।’ অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগে এনে তাঁর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর নামে করা একাধিক এফআইআরও খারিজ করার আবেদনও জানিয়েছেন। শুভেন্দুর অভিযোগ, দলবদলের পর থেকেই রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে মামলা করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন:অধীরেই আস্থা সোনিয়ার, লোকসভার দলনেতা থাকছেন বহরমপুরের সাংসদ
বিরোধী দলনেতা মনে করেন, রাজ্যের তদন্তকারী সংস্থার তত্ত্বাবধানে মামলার হলে তা কোনওভাবেই নিরপেক্ষ হবে না। একমাত্র সিবিআই তদন্তেই আস্থা রাখছেন শুভেন্দু। তাঁর আবেদনের ভিত্তিতে আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানি হতে পারে। হাইকোর্টের নতুন বিচারপতির এজলাসে নন্দীগ্রাম মামলার শুনানি হওয়ার কথা। নন্দীগ্রামের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর্জি মেনে মামলাটি বিচারপতি চন্দ ছেড়ে দিলেও ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। বিচারপতি কৌশিক চন্দ নন্দীগ্রাম মামলার পর্যবেক্ষণে লেখেন, বিচার বাঁচানোর নামে সুবিধাবাদীরা ঢুকে পড়ছে। এই পর্যবেক্ষণকেই হাতিয়ার করে সুপ্রিম কোর্টের দারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির তদন্তভার সিবিআই-কে দেওয়ার জন্য হাইকোর্টে আর্জি জানান।