কলকাতা: শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য সোমবার ফের এসএসকেএম হাসপাতালে এলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হাসপাতাল সূত্রের খবর, এদিন সাড়ে বারোটা নাগাদ এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগে আসেন রাজ্যপাল। তাঁর গলায় কফ জমে থাকার পুরনো সমস্যা রয়েছে। বিভাগীয় প্রধান অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে রাজ্যপালের গলায় ল্যারিঙ্গোস্কোপি করা হয় প্রায় ৪৫ মিনিট ধরে। হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় রাজ্যপাল জানান, ইএনটি বিভাগের পরিষেবা দেখে তিনি মুগ্ধ। বিভাগীয় প্রধান চিকিৎসক অরুনাভ সেনগুপ্ত জানান, রাজ্যপালকে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে। আগের তুলনায় গলার সমস্যা অনেকটাই কমেছে।
গত ৮ এপ্রিলও বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন রাজ্যপাল। তাঁর স্নায়বিক কিছু সমস্যা দেখা দিয়েছিল। অসুস্থ বোধ করছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে রাজভবন থেকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে বেরিয়ে ধনখড় জানান, তাঁর শরীর ভালো আছে।
আরও পড়ুন: Delhi Jahangirpuri: দিল্লির জাহাঙ্গিরপুরীতে নতুন করে হিংসা, পুলিসকে লক্ষ্য করে ইট
হজমেরও সমস্যা রয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar)। ১ এপ্রিল মতুয়া মেলায় (Matua Dharma Maha Mela) যাওয়ার পথে মাঝরাস্তায় অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল। কৈখালি থেকে গাড়ি ঘুরিয়ে রাজভবনে ফিরে আসেন রাজ্যপাল। চিকিৎসকদের একটি দল রাজভবনে আসেন। রাজ্যপালের শারীরিক পরীক্ষা করা হয়। সেইসময় তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।