কলকাতা: নাম না করে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায় ব্যাঙ্কগুলোর একাধিক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখতে অডিটের নির্দেশ দিলেন তিনি। ওই ব্যাঙ্কগুলোয় বেনামে বহু টাকার লেনদেন চলছে বলে সরকারের কাছে খবর। যে সব ব্যাঙ্কের অধিকাংশই পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে।
আরও পড়ুন: সরকারি ক্যাম্প থেকেই নিন প্রকল্পের ফর্ম, প্রয়োজনে বাড়বে ফর্ম জমার সময়সীমা : মমতা
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, অডিটের পর সমস্ত বেনামি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে সরকার। ওই সব অ্যাকাউন্টের টাকা সরকারি কোষাগারে জমা পড়ে যাবে। মমতার বক্তব্য, ওই সব টাকা বাংলার সাধারণ মানুষের টাকা।
আরও পড়ুন: দার্জিলিং সহ উত্তরবঙ্গের ২০০ জনেরও বেশি আটকে আছেন আফগানিস্তানে: মমতা
কাঁথির সমবায় ব্যাঙ্কে দীর্ঘ দিন ধরে চেয়ারম্যান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু কাঁথিই নয়। পূর্ব মেদিনীপুরের একাধিক সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির মাথাতেই রয়েছেন শুভেন্দু অধিকারী। সমবায় ব্যাঙ্কগুলোর অডিটের নির্দেশ দিয়ে কি মুখ্যমন্ত্রী একরকম শুভেন্দুকেই বার্তা দিতে চাইলেন?
আরও পড়ুন: অগস্ট থেকে শনি-রবিবারও চলবে মেট্রো, নয়া ঘোষণায় খুশি যাত্রীরা
একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, হলদিয়া বন্দর থেকে তোলাবাজি করছে বিজেপি। বন্দরে যাতায়াত করা ট্রাক থেকেও প্রতিদিন টাকা তোলা হয় বলে জানিয়েছেন তিনি। সরকারের কাছে যে এ নিয়ে নির্দিষ্ট তথ্য রয়েছে তা মুখ্যমন্ত্রীর কথাতেই পরিস্কার। পরিবহন দফতর থেকে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।