দিনহাটাঃ জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় স্বর্ণপদক আনল দুই কিশোরী। তাঁরা কোচবিহারের দিনহাটা মহকুমার বাসিন্দা। তাঁদের এই সাফল্যে উচ্ছসিত কোচবিহার জেলার মানুষ।
ইউথ গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত ‘ইউথ গেমস অল ইন্ডিয়ান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ “২০২১” প্রতিযোগিতায় অংশ নিয়েছিল কোচবিহার জেলার দিনহাটা সীমান্ত লাগোয়া গ্রামের দুই কিশোরী মেয়ে । একজন, দিনহাটা ২ নম্বর ব্লকের কিশামত করলা পার্ট ওয়ান গ্রামের নয়ারহাট হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার। আর অন্যজন, দিনহাটা ২ নম্বর ব্লকের বামন হাট গ্রাম পঞ্চায়েতের পাথরসন গ্রামের মহাকাল হাট হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সঙ্গীতা বর্মন।
গত ২৯ অগস্ট নতুন দিল্লির মাদার খাজানি কনভেন্ট স্কুল প্রাঙ্গণে ২৭ টি রাজ্য থেকে বিভিন্ন বিভাগে প্রায় ১৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই ক্যারাটে প্রতিযোগিতায় বাংলার এই দুই কন্যা চ্যাম্পিয়ন হয়। সুমাইয়া অনূর্ধ্ব ১৭ এবং সঙ্গীতা অনূর্ধ্ব ১৯ বিভাগে এই সাফল্য লাভ করেছে। দুই কন্যার এমন সাফল্যে গর্বিত এদের কোচ বিক্রমাদিত্য বর্মন।
আরও পড়ুন- এত নির্বাচিত প্রতিনিধি নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই, অকপট স্বীকারোক্তি দিলীপের
স্বর্ণপদক জয়ী সঙ্গীতা বর্মন বলেন,”জাতীয় স্তরে স্বর্ণপদক পেলাম। আমার লক্ষ্য আন্তর্জাতিক স্তরে পদক পাওয়া।” কোচ বিক্রমাদিত্য বর্মন বলেন,”‘ইউথ গেমস অল ইন্ডিয়ান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-২০২১” ক্যারাটে প্রতিযোগিতায় আমার দুই ছাত্রী চ্যাম্পিয়ন হয়েছে। স্বর্ণপদক জয় করেছে। ওদের সাফল্যে কোচ হিসেবে আমি গর্বিত।”