কলকাতা: কলকাতায় (Kolkata) নামছে পারদ। এবার তিলোত্তমায় জাঁকিয়ে শীত (Winter) পড়ার সম্ভাবনা। সকাল থেকেই উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এখন শীত তার ব্যাটিং শুরু করে দিয়েছে। কলকাতায় রাতেই পারদ নেমেছে ১৭ ডিগ্রিতে। আজ আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog) দেখা যাচ্ছে জেলার দিকগুলিতে।
সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে। রাতে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার প্রভাব দেখা যাবে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে ভালোই কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দৌরাত্ম্য কমবে।
আরও পড়ুন: রাজনীতিতে আসছেন? উত্তরে যা জানালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চন্দ্রচূড়
কলকাতায় তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করবে। দিনের তাপমাত্রা ২৮ এর ঘর থেকে নেমে এল ২৬ এর ঘরে।
অন্যদিকে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরি করাইকাল, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম কেরল মাহে ও রয়েলসীমাতে। ঘন কুয়াশার দাপট দেখাবে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা হিমাচল প্রদেশ, পঞ্জাব, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশে।
তবে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত বিস্তৃত আছে। পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ২৭ তারিখ এটির ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এই ঝড়ের অভিমুখ শ্রীলঙ্কা কোনও একটি দ্বীপে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
দেখুন অন্য খবর:
The post কলকাতায় নামছে পারদ, তিলোত্তমায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা first appeared on KolkataTV.
The post কলকাতায় নামছে পারদ, তিলোত্তমায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা appeared first on KolkataTV.