জগন্নাথ সামন্ত, হাওড়া: স্কুলে দুষ্টুমি করার জন্য এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির সম্পাদক মোহাম্মদ শাহজাদা সেলিমের বিরুদ্ধে। জানা গিয়েছে , হাওড়ার সৈয়দ আহমেদ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মহম্মদ আলি রাজা (১৪)।
ছাত্রটি স্কুলে দুষ্টুমি করায় পরের দিন প্রধান শিক্ষক অভিভাবককে ডেকে পাঠান। কিন্তু শনিবার রাজার মা নুসরত পারভীন স্কুলে এসে দেখেন তার ছেলেকে সকলে মিলে শুশ্রূষা করছে। মুখে চোয়ালে, শিরদাঁড়ায় চোট পেয়েছে। এরপর তাকে বাড়ি নিয়ে চলে যান তিনি। বাড়িতে ফের অসুস্থ বোধ করায় তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত রাজার আরও তিন ভাই ওই একই স্কুলে পড়ে। তাদের কাছ থেকে ও অন্যান্য ছাত্রদের কাছ থেকে বিষয়টি জানার পর উত্তেজিত হয়ে ওঠে রাজার পরিবার। হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাজার মা।
আরও পড়ুন: দিল্লিতে বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা কেজরিওয়ালের
প্রসঙ্গত, অভিযুক্ত মোহাম্মদ শাহজাদা সেলিম স্কুল পরিচালন সমিতির সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্কুলের মাঠে বিয়ে বাড়ি বসিয়ে টাকা আদায় থেকে শুরু করে এর আগেও ছাত্রদের মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সোশ্যাল সাইটে তার অপকর্মের ছবি ধরা পড়েছে পাশাপাশি বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকেও তিনি অকথ্যভাবে মারধর করার অভিযোগ আছে।
আক্রান্ত ছাত্রের বাবা-মোহাম্মদ রেজওয়ান জিজ্ঞেস করতে গেলে তিনি কার্যতো হুমকি দিয়ে টাকা পয়সা নিয়ে মিটিয়ে নেওয়ার কথা বলেন।
কিন্তু রাজার আরও তিন ভাই ওই স্কুলে পড়ার কারণে তার বাবা-মা ওই অভিযুক্তের শাস্তি এবং স্কুল থেকে বহিষ্কারের দাবি জানান। পুরো বিষয়টি দেখছে হাওড়া থানার পুলিশ।
দেখুন অন্য খবর:
The post স্কুলে দুষ্টমির ‘শাসন’! বেধড়ক মারধর সপ্তম শ্রেণির ছাত্রকে first appeared on KolkataTV.
The post স্কুলে দুষ্টমির ‘শাসন’! বেধড়ক মারধর সপ্তম শ্রেণির ছাত্রকে appeared first on KolkataTV.