পশ্চিম মেদিনীপুর : দেশজুড়ে চলছে ৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপনের প্রস্তুতি। তিরঙ্গার সাজে সেজে উঠেছে সংসদ ভবন, আদালত থেকে শুরু করে সরকারি দফতরগুলি। স্বাধীনতা দিবসে দেশের ৭৫ জন স্বাধীনতা সংগ্রামীকে স্মরণ করে দেশলাইকাঠির উপর তাঁদের ক্ষুদ্র চিত্র আঁকলেন পশ্চিম মেদিনীপুরের শিল্পী বিমান আদক। নাড়াজোলার বাসিন্দা এই শিল্পী জানিয়েছেন, এর আগে চকের উপর মূর্তি, ইটের টুকরোর উপর রবীন্দ্রনাথের ছবি আঁকার কাজ করেছেন তিনি। দেশিয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন। ছোট ছোট জিনিসের উপর ক্ষুদ্র শিল্পকর্মের পাশাপাশি স্থানীয় ছেলেমেয়েদের আঁকা শেখান শিল্পী বাদল আদক।
আরও পড়ুন: উলটপুরাণ, মানুষের কামড়ে মৃত্যু বিষধর সাপের
স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশেকে সম্মান জানিয়ে দেশলাইকাঠির উপর অসামান্য এই ক্ষুদ্রশিল্পকর্ম করতে তাঁর সময় লেগেছে মাত্র ৬ দিন। জাতীয় পতাকার মাঝে রয়েছে অশোক চক্রে যা ধর্ম ও অনুশাসনের প্রতীক। ঘননীল রঙের অশোক চক্রে রয়েছে ২৪টি দাগ। সেই দাগ অনুযায়ী ২৪টি দেশলাইকাঠি জোড়া দিয়েছেন শিল্পী। তাঁর উপর রঙ তুলির যাদুতে ফুটে উঠেছে একে একে ৭৫ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি। ধৈর্য ও নিষ্ঠার মধ্যে দিয়ে মাত্র ৫.৪ সেন্টিমিটার ব্যসার্ধের এই অশোক চক্রের সঙ্গে জুড়ে রয়েছে সংগ্রামের কাহিনী। বাংলার পাশাপাশি সেই সময় দেশের বিভিন্ন রাজ্যের স্মরণীয় স্বাধীনতা সংগ্রামীদের ছবিও ভেসে উঠেছে তাঁর এই ক্ষুদ্র শিল্পকর্মে। দেশলাইকাঠির অশোকচক্রের উপর লেন্স ধরে রঙ তুলির কারুকার্যে স্থান পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গান্ধীজী। যদিও খালি চোখেও স্পষ্ট বোঝা যাচ্ছে মণীষীদের ছবি।