বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি গত বছর ১৬ ডিসেম্বর অতিথি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল। এরপরই ওই ছবির একটি দৃশ্য অনলাইনে ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে এক ধর্ষিতা নারী থানায় এফআইআর করতে যান। সেখানে পুলিশের একজন এসআই ওই মহিলাকে এমন কিছু প্রশ্ন করেন যাতে সে বিব্রত বোধ করে। এই দৃশ্য নিয়েই বাধে বিপত্তি। পুলিশকে অবমাননা করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে ছবিটির পরিচালক অনন্য মামুন এবং ওই দৃশ্যের অভিনেতা শাহিন মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। এরপর সংলাপ পরিবর্তন করে পুনরায় ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়। এবার কোন সমস্যা হয়নি সেন্সরে ছাড়পত্র পেতে। চলতি সপ্তাহে সেন্সর বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন। প্রসঙ্গত,ছবির পরিচালক অনন্য মামুন এবং অভিযুক্ত অভিনেতা শাহিন মৃধা বর্তমানে জামিনে আছেন। ছবিতে মুখ্য ভূমিকায় শাকিব খানের বিপরীতে রয়েছেন মাহিয়া মাহি।