দিল্লি থেকে শুক্রবার রাজ্যে ফেরার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনখড়ের৷ কিন্তু কর্মসূচি বদল করে শনিবারও দিল্লি থেকে গেলেন ধনখড়৷ এদিন সকালে দিল্লিতে ফের শাহি দরবারে উপস্থিত হলেন তিনি৷ শনিবার সকালে ট্যুইট করে রাজ্যপাল জানান, বেলা ১১টা নাগাদ তিনি ফের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন৷ রাজ্যপালের এবারের দিল্লি সফর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে৷
আরও পড়ুন রাজ্যপাল ও সরকারের দ্বৈরথ চলছেই
দিল্লি সফরের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী সহ- বিজেপির অন্য বিধায়করা৷ এরপরেই ধনখড় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি দেন৷ চিঠিতে তাঁর অভিযোগ ছিল, রাজ্য ভোট-পরবর্তী হিংসায় রক্তপাত অব্যাহত৷অভিযোগ, বিষয়টি নিয়ে মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করা হলেও তাঁর সঙ্গে আলোচনায় বসা হয়নি৷ এরপরেই দিল্লি যান রাজ্যপাল৷ বৃহস্পতিবার তিনি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে৷ এছাড়া রাজ্যপাল দেখা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র, কেন্দ্রীয় কয়লা ও সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, লোকসভার বিরোধী নেতা অধীর চৌধুরীর সঙ্গে।
আরও পড়ুন রাজ্যপালকে মানসিক চিকিৎসার পরামর্শ ফিরহাদের
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ধনখড়ের প্রায় ৪৫ মিনিট কথা হলেও আলোচনার বিষয়বস্তু নিয়ে কেউই মুখ খোলেননি৷ কয়লা পাচার-কাণ্ডে শাসকদলের একাধিক নেতা মন্ত্রীর জড়িত থাকার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে৷ সূত্রের খবর, কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে রাজ্যপালের কয়লা-কাণ্ড নিয়েই কথা হতে পারে৷তবে সফরসূচি বদলে দুই দফায় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ তৃণমূলের অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করার জন্যই রাজ্যপাল দিল্লি ছুটে গিয়েছেন৷ শাসকদলের দাবি, তবে এতে কোনও লাভ হবে না৷