কাকদ্বীপ: উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের ( (North Bengal FLood) জন্য সাহায্যের হাত বাড়াল বিজেপির (BJP) মথুরাপুর সাংগঠনিক জেলা। রবিবার বিকেলে কাকদ্বীপে (Kakdwip) দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
সভা শেষে মথুরাপুর সাংগঠনিক জেলার নেতৃত্বের পক্ষ থেকে উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী ও ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে সুকান্ত মজুমদারের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: রাতেই ফ্রিজ হবে ভোটার তালিকা! কী হতে চলেছে? দেখুন বিগ আপডেট
কেন্দ্রীয় মন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “বাংলার যেকোনও বিপদে বিজেপি মানুষের পাশে থাকে। দলের কর্মীরা উত্তরবঙ্গের দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে সংকল্পবদ্ধ।”
দেখুন আরও খবর: