নয়াদিল্লি: মানি লন্ডারিং আইন না মেনে চলার জন্য ভারতে বন্ধ করে দেওয়া হলো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের ওয়েবসাইটগুলি। কেন আইন মানা হল না, তার সঠিক কারণ ও উপযুক্ত তথ্য পাঠাতে কেন্দ্রীয় সরকার এই ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলিতে নোটিশ পাঠিয়েছিল। গত বছরের ২৮শে ডিসেম্বর বিনান্স, কুকয়েন, হাউবি, ক্রাকেন,বিট্রেক্স, বিটস্ট্যাম্প, এমইএক্সসি গ্লোবাল এবং বিটফিনক্সকে ভারতে আইন না মেনে কাজ করার জন্য সঠিক কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে ছিল। এরপরই ১২ জানিয়ারি অর্থমন্ত্রক তথ্য প্রযুক্তিমন্ত্রক তাদের ইউআরএল ব্লক করার কথা জানায়।
আরও পড়ুন: তড়িৎ-চৌম্বক তেজস্ক্রিয়তা কী, মানুষের কোন কাজে লাগে?
বিনান্সের তরফে এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, বিনান্স সহ বেশ কয়েকটি ক্রিপ্টো ফার্মের আইপি ব্লক করা হয়েছে। যারা ভারতে থেকে আইওএস অ্যাপ স্টোর ব্যবহার করার চেষ্টা করছেন তারা সমস্যায় পড়বে। ইতিমধ্যে যারা বিনান্স অ্যাপ ব্যবহার করছে তাদের কোনও সমস্যা হবে না বলেই দাবি সংস্থার।
নোট: এই তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। কলকাতা টিভি অনলাইন এই তথ্যের সত্যতা যাচাই করেনি।