কলকাতা: দায়িত্ব নেওয়ার পরের দিনে রাজ্যের নতুন মুখ্যসচিব (Chief Secretary) বিপি গোপালিকা (BP Gopalika) প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) ডাকলেন। সমস্ত জেলাশাসক, এসপি এবং কমিশনারেটের কমিশনারদের উপস্থিত থাকতে বলা হয়েছে এই বৈঠকে। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। দুয়ারে সরকার থেকে আরম্ভ করে বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এই বৈঠকে নতুন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও উপস্থিত থাকবেন বলেই নবান্ন সূত্রে খবর। এটা রুটিন বৈঠক বলেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty) রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব (Home Secretary) হয়েছেন। রবিবার তাঁরা দায়িত্ব নিয়েছেন। এর আগে স্বরাষ্ট্রসচিব ছিলেন বিপি গোপালিকা (BP Gopalika)। উল্লেখ্য, নন্দিনী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিব ছিলেন। তাঁকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে তাঁকে পর্যটন সচিবের দায়িত্ব দেওয়া হয়। এদিকে রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হন বিপি গোপালিকা। তিনি হরিকৃষ্ণ দ্বিবেীর স্থলাভিষিক্ত হন। বিপি গোপালিকা ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার। তিনিও রবিবার দায়িত্ব নেন।
আরও পড়ুন: নববর্ষে কৃষ্ণগহ্বরের খোঁজে পাড়ি স্যাটেলাইট এক্সপোস্যাট-র
আরও খবর দেখুন