Placeholder canvas
কলকাতা সোমবার, ১৭ জুন ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Jagdeep Dhankhar: বিধানসভায় আমাকে হেনস্তা করা হয়েছে, মার্শাল ডেকে পাইনি, বিস্ফোরক ধনখড়
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২, ০৯:২২:২৩ পিএম
  • / ২৯৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

কলকাতা: বিজেপির অভিযোগে কার্যত সিলমোহর দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)৷ সোমবার বিধানসভায় (West Bengal Assembly Budget Session)  তাঁকে হেনস্তা করা হয়েছে বলে তিনি দাবি করলেন৷ মহিলা মন্ত্রী বিধায়করা তাঁকে ঘিরে ধরে বলে তাঁর অভিযোগ৷ সোমবার রাত ৮.৪৬ মিনিটে টুইট করে হেনস্তার অভিযোগ করেন৷ যা আমাদের সংস্কৃতির অঙ্গ নয় বলে মন্তব্য ধনখড়ে৷

টুইটে তিনি লেখেন, ‘‘ভাষণ চলাকালীন সমাবেশে অস্বাস্থ্যকর ঘটনা ঘটায় বিরক্ত। মহিলা মন্ত্রী ও বিধায়কদের অপ্রত্যাশিত অবরোধ প্রচেষ্টা আঘাতের চেয়েও দুঃখজনক ঘটনা। আমাদের সংস্কৃতি কলঙ্কিত। নজিরবিহীন মার্শাল চেয়ারম্যানের নির্দেশ অমান্য করেছেন। গণতন্ত্রের মন্দির ধ্বংস হয়ে গেছে।

শুধু অভিযোগ নয়৷ এ দিনের ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে শাসক-বিরোধী উয়কেই ‘আত্মানুসন্ধানের’ পরামর্শ দেন৷ টুইটে হেনস্তার অভিযোগ করার আগে ভবানীপুরে শ্যামাপ্রসাদ ভবনের একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে ধনখড় বলেন, ‘‘এমন ঘটনা মেনে নেওয়া যায় না। না ঘটলেই ভাল হত। দু’পক্ষকেই বলছি এমন ঘটনা যেন আর না ঘটে।’’

https://twitter.com/jdhankhar1/status/1500852968375328770?s=20&t=N8_F7_SwlFPx3DLUn62jGQ

বিরোধী দলনেতা শুভেন্দুর অভিযোগ, অন্তত পাঁচ বার রাজ্যপাল বেরিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু, শাসকদলের মহিলা বিধায়কেরা তাঁকে বেরোতে দেননি। জগদীপ ধনখড়কে ধাক্কা মারা হয়েছে। শুভেন্দু অধিকারীর কথায়, ‘রাজ্যপালের কী মনে হয়েছে জানি না। কিন্তু ওনাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে।’ যদিও রাজ্যপাল জগদীপ ধনখড় নিজে ‘হেনস্তা’র অভিযোগ করেননি। সরাসরি শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যদের নাম করে ‘গুন্ডা বিধায়ক’ বলেও উল্লেখ করেন শুভেন্দু। রাজ্যপালকে নিগ্রহের নিন্দায় বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রাও করেন বিজেপির বিধায়কেরা।

বিধানসভার বিরোধী দলনেতার এই অভিযোগ খণ্ডন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুভেন্দুকে কটাক্ষ করে চন্দ্রিমা বলেন, ‘রাজ্যপালের মতো লম্বা-চওড়া একজন মানুষকে আমরা নিগ্রহ করব? ঢং করতে করতে উনিও কি এতটাই দুর্বল হয়ে পড়েছেন?’
রাজ্যে ৩৫৬ লাগু নিয়ে বিজেপি বিধায়কেরা এ দিন ফের দাবি তুললে, তা নিয়েও কটাক্ষ করেন চন্দ্রিমা। পালটা প্রশ্ন তোলেন, ‘বিরোধীরা কি সংবিধান ভাল করে পড়েছেন? এ নিয়ে আদালতের রায়গুলো পড়ে দেখেছেন? সংবিধান জানা নেই বলেই বারবার ৩৫৬-র কথা বলেন।’

রাজ্যপালের ভূমিকারও সমালোচনা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা মন্ত্রিসভার এই সদস্যের কথায়, ‘ভাষণ পড়ার জন্য রাজ্যপালকে করজোড়ে অনুরোধ করছেন মুখ্যমন্ত্রী, এমন কখনও দেখেছেন? বাজেট অধিবেশনের আগে ভাষণ পড়া রাজ্যপালের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। উনি সেই দায়িত্ব পালন করতে চাননি।’

আরও পড়ুন-West Bengal Assembly Budget Session: বিধানসভায় বিক্ষোভ বিজেপির, রাজ্যপালকে হাতজোড় করে ভাষণ শুরুর অনুরোধ মুখ্যমন্ত্রীর

সোমবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। রাজ্যপালের ভাষণের আগেই বিজেপির বিধায়কেরা ওয়েলে নেমে এসে বিক্ষোভে দেখাতে থাকেন। বিক্ষোভের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিক্ষোভের এক পর্যায়ে বিধানসভা থেকে বেরিয়ে যেতে উদ্যত হন ক্ষুব্ধ রাজ্যপাল। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর অনুরোধে সাংবিধানিক নিয়মরক্ষায় বাজেট ভাষণের প্রথম ও শেষলাইন পড়ে তিনি রাজভবনে ফিরে যান। এই ঘটনার জেরেই শাসকদল ও বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিশৃঙ্খলা পরিকল্পিত বলে দাবি করেন। গোটা ঘটনা নজিরবিহীন বলেও দাবি করেন। যদিও শুভেন্দুর দাবি, রাজ্যপালের ভাষণের প্রতিলিপি দেখেই তাঁর বিক্ষোভ দেখানোর প্রয়োজন বলে মনে করেছেন।

 

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team