Placeholder canvas
কলকাতা রবিবার, ১৯ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Aajke | সন্দেশখালি, আরও কিছু জরুরি কথা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:৫৫:২৯ পিএম
  • / ২১ বার খবরটি পড়া হয়েছে

মানুষের শরীরে বড়সড় রোগ হলে তা প্রথমেই টের পাওয়া যায় না। হঠাৎ হঠাৎ শরীরে কিছু গন্ডগোল দেখা যায়। জ্বর হচ্ছে মাঝেমধ্যেই, মানুষ জ্বরের ওষুধ খায়। মাথা ধরছে, মাথা ধরার ওষুধ আসে। হঠাৎ পেট খারাপ, পাতলা চারাপোনার ঝোল আর নরফ্লক্স বা মেট্রোজিল খেয়ে নেয় মানুষ। বহু পরে জানা যায় এক জটিল অসুখ দেহে বাসা বেঁধেছে বহুদিন। এবং যখন জানা যায়, তখন আর বিশেষ কিছুই করার থাকে না। কিছুদিন পরে খই ছড়ানো হয়, বলো হরি হরিবোল। এবং এইখানেই মানুষ আর সরকারে বড্ড মিল। আমাদের এই বাংলার দিকেই তাকান, কংগ্রেসের সরকার ভাঙছে গড়ছে করতে করতে ১৯৭২-এর সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার, তারপর তার বিদেয়, এবং সেই শেষ কংগ্রেসের সরকার। ১৯৭২-এর পর ৫১ বছর কেটে গেছে, কংগ্রেসের নেতৃত্বে সরকার হওয়া তো দূরস্থান, আপাতত রাজ্য বিধানসভায় কংগ্রেস শূন্য। একইভাবে ১৯৭৭-এ বাম সরকার এসেছে, একটানা ৩৪ বছর শাসন করেছে, নানান ঘটনা, মরিচঝাঁপি থেকে বানতলা থেকে পোর্টে গুলি চালানো থেকে, ভিখারি পাসওয়ান উধাও, তারপর পাড়ায় পাড়ায় কত শত সামন্তপ্রভুর জন্ম। কারও নাম দুলাল তো কারও নাম স্বপ্ন, কেউ কালোদা তো কেউ ভুলোদা। একটা ছোট্ট খবর, দাদা লোকাল কমিটিতে ডেকেছেন, ব্যস, খাওয়া ফেলে ছুটেছে মানুষ। মেয়ের বিয়ে থেকে বাড়ির ভাড়াটে সর্বত্র লোকাল কমিটি জোনাল কমিটির লম্বা ছায়া। তারপর আমরা ২৩৫, ওরা ৩৫-এর হুঙ্কারও শুনেছি আমরা। এসব ছিল ওই ছোটখাট অসুখ। সিঙ্গুর-নন্দীগ্রামের পরে ছবি হঠাৎই বদলে গেল। ২০১১ থেকে সিপিএম কমছে তো কমছে, আপাতত বিধানসভাতে শূন্য। রাহত ইন্দোরির কবিতা, জো সাহিবে মসনদে হ্যায়, কল নহি হোঙ্গে, কিরায়েদার হ্যায়, জাতি মকান থোড়ি হ্যায়? যারা বসে আছে সিংহাসনে তারা আজ আছে কাল থাকবে না, ভাড়াটে ওরা, বাড়ির মালিক তো নয়। তো এই সত্য প্রত্যেকে, যে কোনও ক্ষমতায় বসে থাকা দল, মানুষ ভুলে যায়। সেটাই বিষয় আজকে, সন্দেশখালি, আরও কিছু জরুরি কথা।

২০১১তে কংগ্রেস তৃণমূল জোট, সঙ্গে বাংলার তথাকথিত বুদ্ধিজীবীদের এক বিরাট অংশ, এমনকী বামপন্থীদেরও এক অংশের প্রচ্ছন্ন সমর্থনে মমতা ব্যানার্জির নেতৃত্বে এ রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়। ভুল করে হলেও যে মাওবাদী কিষেনজি মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন, তিনিই প্রথম বলি হন। তারপর থেকে বহুবার রাজ্যের বহু জায়গায় বহু ঘটনা আমরা দেখেছি দেখছি যা মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে। পুলিশের বাড়াবাড়ি নিয়ে আঙুল তুলেছে, দলের মাঝারি স্তরে কিছু নেতার ঔদ্ধত্য, তাদের ঢালাও দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছে, দলের ওপর তলার নেতাদের দুর্নীতি নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: Aajke | সন্দেশখালি কোন ইশারা করছে?

এসবের মাঝে মাঝে সরকার কি ভাল সিদ্ধান্ত নেননি? ভাল কাজ করেননি? করেছেন বইকী। সে তো বাম আমলেও ভূমি সংস্কারের মতো কাজ হয়েছিল, শিক্ষা নিয়ে শুরুতে ভালো কাজ শুরু হয়েছিল, দরিদ্র মানুষ তাঁর অধিকার নিয়ে সচেতন হয়েছিলেন। সে তো কংগ্রেস আমলেও দুর্গাপুর হয়েছে, সল্টলেক বা কল্যাণী হয়েছে। কিন্তু তার জন্য তো সরকার পড়েনি। অসুখ ঢুকেছে শরীরে, সবচেয়ে বড় অসুখ হল অসম্ভব উদ্ধত মাঝারি নেতারা, যারা এলাকার মানুষের কাছে ত্রাস হয়ে ওঠে, যারা প্রশাসন আর পুলিশের মদত নিয়ে এক একজন এলাকার শেষ কথা হয়ে ওঠে, যারা দলকে ব্যবহার করে অপার সম্পত্তি বানিয়ে ফেলে। এবং মজার ব্যাপার এরাই সরকার বদলের পরে অনায়াসে জার্সি বদলে অন্য জার্সি পরে টিকে থাকে। বাম জমানাতে এই মাঝারি নেতারা অনেকেই ছিল পুরনো কংগ্রেসি জমানার মাস্তান, তারা এলাকা এলাকাতে ইনকিলাব স্লোগান দিয়ে জার্সি বদলে তাদের রাজত্ব বজায় রেখেছিল। আবার ২০১১তে সিপিএম-এর সেই খাঞ্জা খাঁয়েরাই অনায়াসে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে এক একজন কেউকেটা হয়ে ওঠে। এবং সরকারের একই ধরন ধারণ, পুলিশ এদেরকে প্রশ্রয় দেয়, দল এদেরকে ব্যবহার করে, আর একেবারে সামনে চলে এলে কখনও সখনও তাদের গ্রেফতার করা হয়। আজ যেভাবে উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে, সেভাবেই দুলাল ব্যানার্জিকে গ্রেফতার করা হয়েছিল, বহিষ্কার করা হয়েছিল। কিছুদিন পরে এরাই জেল থেকে ছাড়া পাবে, আবার অন্য কোনও রূপ ধরে অন্যভাবেই রাজনীতির অন্য কোনও আঙিনাতে ঢুকে পড়বে। কাজেই আমরা কখনও বগটুইয়ের ঘটনা দেখব, কখনও ভাঙড়ে আরাবুল ইসলাম বা হাকিমুল ইসলাম বা কাইজার আলম, বাকিবুর রহমান ইত্যাদিদের উঠে আসতে দেখি, তাদের কীর্তিকলাপ উঠে আসে খবরের কাগজের প্রথম পাতায়। এ প্রশ্ন অবান্তর যে এতদিন কেন তার নাম আসেনি? অসংখ্য মহিলা শিশু আজ যা বলছে, শাহজাহান শেখ বা শিবু বা উত্তম সর্দারে বিরুদ্ধে স্থানীয় মানুষের যে অভিযোগ, তার সবটা মিথ্যে তা তো নয়। এক একটা কেলেঙ্কারি উঠে আসছে, আর এক একটা নাম উঠে আসছে। শিক্ষা দুর্নীতিতে এরকম নাম আছে, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, এবং বেরিয়ে আসছে এদের বিরাট সম্পত্তির ছবি, বিভিন্ন অন্যায় কাজের বিবরণ। এসব জমা হতে হতে হঠাৎই এক বিস্ফোরণে উবে যায় ক্ষমতাসীন দল। তৃণমূল দল মাত্র ১১-১২ বছরের ক্ষমতায় আছে, তারমধ্যেই এত নাম উঠে আসছে, বগটুই থেকে বলাগড় থেকে সন্দেশখালি। অনেকেই লিখছেন এটাই ওয়াটারলু। আমি তা মনে করি না, কিন্তু ওয়াটারলু হওয়ার পরে আর হাতে সময় থাকে না সেটা কি তৃণমূল নেতৃত্ব জানেন না? সেটাই প্রশ্ন ছিল মানুষজনের কাছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে কিছু ক্ষমতাবান শাসকদলের নেতার ঔদ্ধত্য, তাদের অত্যাচার, তাদের অপার সম্পত্তির খবর মাঝেমধ্যেই দখল নিচ্ছে খবরের কাগজের প্রথম পাতার। তৃণমূল নেতৃত্বের কি এ বিষয়ে কিছুই করার নেই? নাকি তাঁরা এগুলোকে পাত্তাও দিতে রাজি নন? শুনুন কী বলেছেন মানুষজন।

মানুষ মানে যাকে রাজনীতির ভাষায় জনতা জনার্দন বলা হয়, যে মানুষের রায়েই শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধীকেও গদি ছাড়তে হয়, অমন শক্তপোক্ত বামফ্রন্ট হেরে ভূত হয়ে যায়, সেই জনতা খানিক কৃষ্ণের মতো। তার সামনে শিশুপাল অন্যায়ের পর অন্যায় করে যায়, একটা সময়ের পরে কিন্তু কৃষ্ণ হাতে অস্ত্র তুলে নেন, শিশুপালের মুণ্ডুটাই খসে যায়। জনতা জনার্দনও একটা কথাও ভোলে না, হিসেবে সব থাকে, সীমা পার হলে ২৩৫ শূন্য হয়ে যায়। শাসকেরা এ ইতিহাস ভুলে গেলে তাদের জন্য শূন্যই বরাদ্দ থাকে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর চটি ছিঁড়ে যাওয়াকে কটাক্ষ দিলীপের
শনিবার, ১৮ মে, ২০২৪
উধাও বিজেপির পতাকা, ঝাড়গ্রামে রাজনৈতিক তরজা
শনিবার, ১৮ মে, ২০২৪
ভরাডুবির মরসুম নিয়ে কী সাফাই দিলেন হার্দিক
শনিবার, ১৮ মে, ২০২৪
বজরংবলীর আশীর্বাদ পাবেন ৫ রাশির জাতক
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Stadium Bulletin | কোন ৫ কারণে প্লে-অফের দোরগোড়ায় KKR?
সোমবার, ৬ মে, ২০২৪
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
সোমবার, ৬ মে, ২০২৪
কখন শচীনের দ্বারস্থ হন কোহলি?
সোমবার, ৬ মে, ২০২৪
চোটে জর্জরিত ম্যান ইউয়ের আজ কঠিন লড়াই
সোমবার, ৬ মে, ২০২৪
মমতার দিদিগিরি বরদাস্ত করব না, কলকাতায় ফিরেই হুঙ্কার রাজ্যপালের
সোমবার, ৬ মে, ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়
সোমবার, ৬ মে, ২০২৪
সুদীপের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
সোমবার, ৬ মে, ২০২৪
মঙ্গলবার ৪ কেন্দ্রে ভোট, সব বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী
সোমবার, ৬ মে, ২০২৪
সন্দেশখালি ভাইরাল ভিডিওতে কন্ঠস্বর গঙ্গাধর-জবারানির, দাবি শান্তি দলুইয়ের
সোমবার, ৬ মে, ২০২৪
জিতলে গম্ভীরের কৃতিত্ব হারলে দায় শ্রেয়সের? প্রশ্ন কিংবদন্তির  
সোমবার, ৬ মে, ২০২৪
রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার বিজেপি নেতা?
সোমবার, ৬ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team