মুম্বই: আলাপটা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। একে অপরকে দেখে ভালো লেগেছিল। সালটা ২০০৯। সেই শুরু সম্পর্কের। বিয়ে হয় আরও তিন বছর পর, ২০১২ সালে। ৯ বছরের সংসার জীবনে হঠাৎই ছন্দপতন। আচমকা ডিভোর্সের কথা ঘোষণা করলেন শিখর পত্নী আয়েশা।
দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন আয়েশা মুখোপাধ্যায় এবং শিখর ধাওয়ান। মঙ্গলবার ইনস্টাগ্রামে এক দীর্ঘ আবেগপ্রবণ বার্তা পোস্ট করে ধাওয়ানের সঙ্গে নিজের ডিভোর্সের কথা জানান আয়েশা। ধাওয়ান ও আয়েশার জোরাভর নামে একটি ছেলে রয়েছে।
অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে আয়েশার বিয়ে হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তাঁর সঙ্গে বিচ্ছেদের পরেই ধাওয়ানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আয়েশা। আগের পক্ষের দুই মেয়েকেই ধাওয়ান নিজের কন্যা হিসেবে স্বীকৃতি দেন। আয়েসা ইন্সটাগ্রামে লেখেন, দ্বিতীয়বার ডির্ভোসী না হওয়া পর্যন্ত ভাবতাম, ডিভোর্স একটা নোংরা শব্দ।
আরও পড়ুন: ছাত্রীর নামে ফেক অ্যাকাউন্ট খুলে অন্য ব্যক্তিদের মেসেজ, গ্রেফতার ১
ইন্সটাগ্রাম পোস্ট ছাড়া আয়েশা এবং শিখর ডিভোর্সের বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি কিংবা বিবৃতি দেননি। আয়েশা এবং শিখর একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন বলেও খবর ছড়িয়েছিল। আয়েশা তাঁর ফিড থেকে শিখরের সব ছবিও মুছে দিয়েছিলেন।
আইপিএল ও টি-২০ বিশ্বকাপ শিয়রে কড়া নাড়ছে। দিন কয়েক পরেই আরব আমিরশাহিতে আইপিএল খেলতে নামার কথা গব্বরের। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে শিখর ধাওয়ান ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ব্যক্তিগত জীবনের এই ধাক্কা সামলে ক্রিজে যাদু দেখান শিখর, এমনটাই চাইছেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: এই গ্রহের সবচেয়ে বড় সুপারস্টার কোহলি : ওয়ার্ন