কলকাতা: কলকাতায় (Kolkata) লিওনেল মেসিকে (Lionel Messi) ঘিরে আয়োজিত ইভেন্টে অব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। তাঁর মতে, এই ঘটনার জেরে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভাইচুং ভুটিয়া বলেন, মাঠে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক মেসিকে এক ঝলক দেখার আশায় অপেক্ষা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সেই প্রত্যাশা পূরণ না হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমন ঘটনার মাধ্যমে গোটা বিশ্বের সামনে ভারতের মুখ পুড়েছে বলেই মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লিওনেল মেসি
প্রাক্তন এই ফুটবল তারকার মতে, লিওনেল মেসির ভারত সফর নিঃসন্দেহে একটি ইতিবাচক এবং প্রশংসনীয় উদ্যোগ ছিল। এতে দেশের ফুটবলের প্রচার ও জনপ্রিয়তা আরও বাড়তে পারত। কিন্তু ইভেন্ট পরিচালনায় চরম ব্যর্থতার কারণে সেই সুযোগ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে।
VIDEO | Former Indian football captain Bhaichung Bhutia, on Argentine footballer Lionel Messi’s India tour, says, “I think it was a very good visit, but unfortunately things did not go according to plan. I think the organisers were under huge pressure. What we saw and heard was… pic.twitter.com/sMOx7J7CDJ
— Press Trust of India (@PTI_News) December 13, 2025
তিনি আরও জানান, এই ধরনের আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে পরিকল্পনা ও ব্যবস্থাপনার ঘাটতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য আয়োজকদের আরও দায়বদ্ধ ও পেশাদার হওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন ভাইচুং ভুটিয়া। এই ঘটনার পর ক্রীড়ামহলে ইভেন্ট ম্যানেজমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
দেখুন আরও পড়ুন: